প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ২২:১৬
না ফেরার দেশে চলে গেলেন চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক পরিদর্শক ডা. প্রমোদ পাল

না ফেরার দেশে চলে গেলেন কুমিল্লা চান্দিনা উপজেলাধীন মহিচাইল বাজারের পঞ্চাশ বছরের পুরাতন ঔষধ ব্যবসায়ী ও চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিদর্শক (অব.) ডা. প্রমোদ রঞ্জন পাল (৭৬)। তিনি গেলো ২২ সেপ্টেম্বর সোমবার বেলা ১১ টায় ইহলোকের মায়ামমতা ত্যাগ করে পরলোকগমন করেন। সন্ধ্যায় কুমিল্লা আড়াইওরা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়।
|আরো খবর
ডা. প্রমোদ রঞ্জন পালের একমাত্র পুত্র কৃষ্ণ চন্দ্র পাল ন্যাশনাল ব্যাংক প্রা. লি. হেড অফিসে এক্সিকিউটিভ অফিসার হিসেবে কর্মরত আছেন। এছাড়া তাঁর বড়ো জামাতা স্বপন দত্ত কুমিল্লা আলেখাচর মেডিসিন কমপ্লেক্সস্থিত দত্ত মেডিকেল হলের স্বত্বাধিকারী, মেঝো জামাতা আশিষ কুমার দে শাসনগাছা বাসস্ট্যান্ডস্থিত জননী মেডিকেল হলের স্বত্বাধিকারী ও ছোট জামাতা রামপ্রসাদ দত্ত ঢাকা একটি প্রাইভেট চাকরি করেন।
ডা. প্রমোদ পাল একাধারে চান্দিনা হসপিটালে স্বাস্থ্য পরিদর্শক হিসেবে ৩০ বছরের অধিক সময় চাকরি করেছেন। এদিকে, আগামী ২২ শে অক্টোবর তার নিজ বাড়ি চান্দিনা মহিচাউল হাওলাদার বাড়িতে তার আত্মার শান্তি কামনায় হরি সেবার আয়োজন করা হয়েছে। ওই মহতী অনুষ্ঠানে স্বর্গীয় ডা. প্রমোদ রঞ্জন পালের বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদেরকে উপস্থিত থাকার জন্যে অনুরোধ জানিয়েছেন তাঁর একমাত্র পুত্র কৃষ্ণ চন্দ্র পাল।