প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ২১:৫৭
মতলব উত্তরে ৩১দফা বাস্তবায়নে 'ঘরে ঘরে জনে জনে' কর্মসূচি
বেগম খালেদা জিয়া এমন একজন নারী যিনি কখনোই অন্যায়ের সাথে আপস করেননি
------ড. মোহাম্মদ জালাল উদ্দিন

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনের সম্ভাব্য এমপি প্রার্থী আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এমন একজন নারী যিনি কখনোই অন্যায়ের সাথে আপস করেন নি। তিনি দিনের পর দিন বছরের পর বছর বিনা অপরাধে জেল খেটেছেন। তাও তিনি স্বৈরাচারের সঙ্গে আপসের কথা ভাবেননি।
|আরো খবর
ড. জালাল উদ্দিন আরও বলেন, খালেদা জিয়াকে স্বৈরাচার সরকার বলেছিলো, আপনি অপরাধ করেছেন সেটা স্বীকার করেন, তাহলে আপনাকে ছেড়ে দেয়া হবে। তখন তিনি বলেছেন, আমি কোনো অপরাধ করিনি। সেজন্যে তাঁকে মিথ্যা মামলা দিয়ে জেলে রাখা হয়েছিলো। ঠিক তেমনি আমাদের দলীয় নেতা-কর্মীদেরও এভাবে হামলা মামলা দিয়ে হয়রানি করেছে। তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার আমাদের দলটাকে ভেঙ্গে চুরমার করে দিতে চেয়েছিলো। কিন্তু আমাদের নেতা তারেক রহমানের গঠনমূলক নেতৃত্বের কারণে তা পারেনি। আর সঙ্গে ছিলো নির্যাতিত নেতা-কর্মী আর সাধারণ জনগণ। আগামী নির্বাচনেও সাধারণ জনগণ মা-বোনেরা বিএনপিকে ক্ষমতায় এনে তারেক জিয়ার হাতে রাষ্ট্র গঠনের দায়িত্ব তুলে দেবেন। আমরা জনগণের সাথে আছি, জনগণ আমাদের সাথে আছে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার ও উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী ও ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ইলিয়াছ আলীর যৌথ সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা মহিলা দলের সভাপতি ফারজানা সরকার, ফতেপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল সরদার।
উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি গণি তফাদার, সাংগঠনিক সম্পাদক তোফায়েল পাটোয়ারী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাজী সোহেল পাটোয়ারী, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু, উপজেলা শ্রমিক দলের সভাপতি আ. মালেক মোল্লা, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মৃধা, উপজেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক শাহাদাত ভূঁইয়া, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি কামাল প্রধান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, মহিলা দলনেত্রী রাহিমা ইসলাম, যুবদল নেতা আইয়ুব আলী, জসিম উদ্দিনসহ অসংখ্য নারী পুরুষ।