রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ২০:০১

বিষ্ণুপুরে বসতঘর পুড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

স্টাফ রিপোর্টার ।।
বিষ্ণুপুরে বসতঘর পুড়ে  ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি
বিষ্ণুপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনে পুড়ে যাওয়া অসহায় পরিবারের বসতঘর। ক্ষতিগ্রস্তদের দেখতে যান ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. কাইয়ুম মোল্লা।

চাঁদপুর সদর উপজেলার ১নং বিষ্ণুপুর ইউনিয়নে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে এক অসহায় পরিবারের বসতঘর পুড়ে গেছে। এতে ওই পরিবারের প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়। ইউনিয়নের ৫নং ওয়ার্ডের প্রধানীয়া বাড়ির হানিফ প্রধানীয়ার বতসঘরে শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) আসরের নামাজের পর পল্লী বিদ্যুতের মিটার বিস্ফোরণ হয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এতে তার পুরো ঘরটি পুড়ে যায়। ঘরের ভেতরে থাকা সকল আসবাবপত্র কিছুই তিনি উদ্ধার করতে পারেননি।

স্থানীয়রা অভিযোগ করেন, পল্লী বিদ্যুতের উদাসীনতার কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। ক্ষতিগ্রস্ত হানিফ প্রধানীয়ার স্ত্রী জানান, আমি কয়েকবার মিটারের ত্রুটির কথা পল্লী বিদ্যুৎ অফিসে জানানোর পরও তারা কোনো পদক্ষেপ নেয়নি। তারা যদি সঠিক সময়ে পদক্ষেপ নিতো, তাহলে আমাকে আজ এতো বড় ক্ষতির সম্মুখীন হতে হতো না।

এলাকাবাসী জানান, পল্লী বিদ্যুৎ অফিসে গেলে গ্রাহকদের সাথে খারাপ আচরণ যেনো তাদের নিত্যসঙ্গী। এই অসহায় পরিবারকে সরকার, প্রশাসন এবং বিত্তবানরা যেনো সাহায্যের হাত বাড়িয়ে দেয় এমনটা এলাকাবাসী দাবি করেছেন। এ বিষয়ে চাঁদপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ আফতাবুল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে সার্বিকভাবে সহযোগিতা করা হবে।

চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর জিএম প্রকৌশলী রাশেদুজ্জামান জানান, ঘর পুড়ে যাওয়ার বিষয়টি আমি অবগত হয়েছি। এতে আমাদের মিটারের ত্রুটি আছে কিনা সেটার জন্যে আমি তদন্তে পাঠাবো, তদন্তের পর এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে। শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) সকালে বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. কাইয়ুম মোল্লা পুড়ে যাওয়া বসতঘর পরিদর্শনে যান। সেখানে গিয়ে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে সান্ত্বনা দিয়ে সাহায্য-সহায়তার আশ্বাস দেন। এ সময় ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি সুজন প্রধানীয়া, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আলী মালসহ বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়