প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ২২:২৩
ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির মতবিনিময় সভা
বাজারের নিরাপত্তা ও উন্নয়নে ব্যবসায়ীদের অংশগ্রহণ জরুরি
........পৌর প্রশাসক সুলতানা রাজিয়া

ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সুলতানা রাজিয়া বলেছেন, একটি বাজারকে ব্যবসাবান্ধব করতে হলে বাজারের উন্নয়ন, নিরাপত্তা এবং ব্যবসার সুষ্ঠু পরিবেশ জরুরি। তবে এ ক্ষেত্রে বাজারের নিরাপত্তা ও উন্নয়নে ব্যবসায়ীদের অংশগ্রহণ জরুরি। ব্যবসায়ীদের রাত্রিকালীন পাহারার জন্যে কমিটির মাধ্যমে চলমান নিরাপত্তা আরো সুনিশ্চিত করতে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। ব্যবসার পরিবেশ ঠিক রাখতে এবং উন্নয়ন কর্মকাণ্ডকে বেগবান করতে পৌরসভাকে সহযোগিতা করতে হবে। ফুটপাত দখলমুক্ত করতে হবে। যানজট মোকাবেলায় ব্যবসায়ীদের সহায়তা ছাড়া সম্ভব নয়। আপনারা ট্রেড লাইসেন্স নিয়মিত নবায়ন করবেন। যাতে আপানারা সঠিক ব্যবসায়ী হিসেবে পরিগণিত হতে পারেন। আমরা পৌরসভার পক্ষ থেকে বাজার এলাকায় পর্যাপ্ত আলোকসজ্জা এবং সড়কগুলো মেরামত করে দেবো। আপনারা ব্যবসায়ী কমিটিকে নিয়মিত রাত্রিকালীন পাহারার জন্যে ধার্যকৃত টাকা পরিশোধ করবেন।
|আরো খবর
শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে উপজেলা পরিষদের সভাকক্ষে ফরিদগঞ্জ পৌর বাজার ব্যবসায়ীদের নিয়ে আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
সভায় বাজারের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বক্তব্য রাখেন বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন সজিব, ব্যবসায়ীদের মধ্যে এএম টুটুল পাটওয়ারী ও হাফিজুর রহমান।
আলোচনায় চলমান কমিটি দায়িত্ব পালনের জন্যে উপস্থিত ব্যবসায়ীগণ সমর্থন জানান। সভায় বাজার পাহারাদারদের বেতন বৃদ্ধি ও তাদের সুযোগ সুবিধার জন্যে ব্যবসায়ীদের নতুন করে মাসিক চাঁদা নির্ধারণ করা হয়।