রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৪২

হাজীগঞ্জে রাতের আগুনে নিঃস্ব ২ পরিবার

হাজীগঞ্জে রাতের আগুনে নিঃস্ব ২ পরিবার
কামরুজ্জামান টুটুল

হাজীগঞ্জে রাতের আগুনে দুটি বসতঘরসহ চারটি ঘর পুড়ে গেছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের ডাটরা-শিবপুর গ্রামের নতুন পাটওয়ারী বাড়ির বাবুল ও বিপুলের বসতঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, এদিন রাতে বিপুলের বসতঘরে আগুন লাগে এবং ঘরে থাকা গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে বাবুলের বসতঘরে আগুন ছড়িয়ে পাড়ে। এ সময় দুই পরিবারের সদস্যদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। তারা মসজিদে মাইকিং করে এলাকার লোকজনকে জানান দেন।

খবর পেয়ে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন এবং হাজীগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীদের খবর দেন। কিন্তু আগুনের ভয়াবহতায় বসতঘরের ধারে-কাছেও কেউ যেতে না পারায় চারটি ঘর পুড়ে গেছে ।

ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট-সার্কিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এদিকে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দিলেও তারা আসেনি।

ক্ষতিগ্রস্ত বাবুল ও বিপুলের পরিবারের সদস্যরা কান্নাজড়িত কণ্ঠে বলেন, জীবন নিয়ে কোনোমতে ঘর থেকে বের হয়েছি। পরনের কাপড় ছাড়া আমাদের আর কিছুই রইলো না।

গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাচ্চু বলেন, আগুনে সব কিছু পুড়ে দুটি পরিবার পথে বসেছে। তারা নিঃস্ব হয়ে গেছে। বিষয়টি আমি ইউএনও মহোদয়কে জানিয়েছি।

আগুনে পুড়ে যাচ্ছে কিংবা আগুন জ্বলছে এমন খবর পাইনি উল্লেখ করে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. বাহার উদ্দিন বলেন, রাত ৩টার দিকে একজন ভদ্রলোক ফোন দিয়ে আগুন নিভে যাওয়ার খবর দিয়েছেন। তাৎক্ষণিক কন্ট্রোল রুমের মাধ্যমে আমরা তাকে একাধিকবার ফোন দিলে তিনি জানান, আপনাদের আসার দরকার নেই। আগুন নিভে গেছে। বিষয়টি ইউপি সদস্যের মাধ্যমে নিশ্চিত হই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়