প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫৪
মতলব উত্তরে অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার

চাঁদপুরের মতলব উত্তর থেকে একটি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর২০২৫) দুপুরে উপজেলার বালুচর এলাকা থেকে গ্রেনেডটি উদ্ধার করে স্থানীয় মতলব উত্তর থানয় সুরক্ষিত স্থানে রাখা হয়েছে আগামীকাল গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করবে সেনাবাহিনীর বোম ডিসপোজেবল ইউনিট।
|আরো খবর
স্থানীয় সূত্রে জানা যায়, নদীর পাড়ে থেকে এক বাচ্চা গ্রেনেডটি পরিত্যক্ত অবস্থায় পেয়ে সারাদিন গ্রেনেডটি নিয়ে খেলাধূলায় করে। শনিবার স্থানীয়রা জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিয়ে মতলব উত্তর থানা পুলিশকে বিষয়টি অবগত করেন। পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে গ্রেনেডগুলো উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেন। গ্রেনেডগুলো অনেক পুরাতন বলে জানায় স্থানীয়রা।
সেনাবাহিনীর চাঁদপুরের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে সেনা সদস্য পাঠানো হয়েছে। দ্রুত গ্রেনেডটি উদ্ধারে গ্রেনেড ডিসপোজাল টিম অভিযান চালাবে। বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। আগামী কাল গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করবে সেনাবাহিনীর বোম ডিসপোজেবল ইউনিট।