রবিবার, ০৯ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫৯

সনাক-টিআইবি’র আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতা, আলোচনা ও পুরস্কার বিতরণ

পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজেকে গড়তে হবে

-------জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজেকে গড়তে হবে
অতিথিদের সাথে কুইজ প্রতিযোগিতায় পুরস্কার প্রাপ্তরা।

বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) সচেতন নাগরিক কমিটি (সনাক) ও টিআইবি-চাঁদপুরের আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৫ উপলক্ষে কুইজ প্রতিযোগিতা, আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। সনাক সভাপতি মো. আলমগীর পাটওয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজেকে গড়তে হবে। তোমাদেরকে সবার আগে নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। তোমাদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতা থাকতে হবে। তোমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। আমরা তোমাদের থেকে এমন কোনো আচরণ চাই না যা কখনো গ্রহণযোগ্য নয়। নৈতিক শিক্ষা এমন একটা বিষয় যা মানুষের চরিত্র গঠনে মুখ্য ভূমিকা পালন করে। তিনি আরও বলেন, তোমাদেরকে দৈনিক অন্তত একটা ভালো কাজ করতে হবে। জুলাই বিপ্লব থেকে শুরু করে প্রতিটি আন্দোলন তথা জনমানুষের মুক্তি ও অধিকার আদায়ের প্রতিটি ক্ষেত্রে শিক্ষার্থীরাই মুখ্য ভূমিকা পালন করেছে। আমরা চাই দুর্নীতিমুক্ত একটি সোনার বাংলাদেশ। তিনি দুর্নীতিমুক্ত সোনার বাংলাদেশ গড়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানান। তিনি সনাক-টিআইবি’র এমন সুন্দর আয়োজনকে ধন্যবাদ জানান।

টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মো. মাসুদ রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মমিনুল হক সর্দার। স্বাগত বক্তব্য রাখেন হাসান আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও সনাক সদস্য মো. আব্দুল মালেক।

সভাপতির বক্তব্যে সনাক সভাপতি মো. আলমগীর পাটওয়ারী বলেন, সাক্ষরতা দিবস মূলত ১৯৬৭ সাল থেকে পালিত হচ্ছে। প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় ধাপগুলোর অন্যতম প্রধান ধাপ হলো সাক্ষরতা অর্জন। এটি একটি মানুষের মৌলিক অধিকার এবং সকল শিক্ষার ভিত্তি। সাক্ষরতার উপযুক্ত ব্যবহার ব্যক্তির জ্ঞানার্জনের দ্বার উন্মুক্ত করে, জীবনযাপনের জ্ঞান ও কৌশল অর্জন করতে সাহায্য করে। তিনি বলেন, আমাদেরকে দেশ ও জাতির প্রতি আরো বেশি দায়িত্বশীল হতে হবে। একজন নৈতিক মানুষ সকল ক্ষেত্রে সমাদৃত হয়। তিনি শিক্ষার্থীদের মানবিক হওয়ার আহ্বান জানান। তিনি অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্যে সবাইকে ধন্যবাদ জানান।

এছাড়া কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুুরস্কার ঘোষণা করেন হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্দুল আজিজ শিশির। প্রতিযোগিতায় বিজয়ী সাতজনকে সনাক-চাঁদপুরের পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হয়। বিজয়ীরা হলেন : শওকত সাফেয়ান (১০ম শ্রেণি), মো. ফাতিম হাসনাত (১০ম শ্রেণি), ফারহান মাহমুদ (১০ম শ্রেণি), মুহাইমিন মাহমুদ (১০ম শ্রেণি), নিরব সূত্রধর (৯ম শ্রেণি), মাহমুদুর রহমান (৯ম শ্রেণি) ও আহবাব অনিক (১০ম শ্রেণি)। অনুষ্ঠানে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এবং সনাক-চাঁদপুরের ইয়েস গ্রুপের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়