প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ২০:১২
উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ-২০২৫ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে মোহাম্মদ আলী জিন্নাহ।
|আরো খবর
২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদের পরিচালনায় সভাপতির বক্তব্য রাখেন বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
জনাব সোহেল রুশদী তাঁর বক্তব্যে বলেন, এ প্রতিষ্ঠান থেকে বহু শিক্ষার্থী পড়াশোনা করে দেশের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ প্রতিষ্ঠানগুলো আমার দাদা মরহুম রুশদী সাহেব ১৯৪৮ সালে প্রতিষ্ঠা করেছেন। এ বিদ্যালয়ের ভবন ও কলেজের ভবন করতে নতুন করে আমাদের পরিবার থেকে বহু জমি-সম্পদ দান করেছেন । আমি এ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের প্রতি বছর ধারাবাহিক ভাবে ব্যক্তিগতভাবে স্কুল ড্রেস দিয়ে আসছি। কলেজে যারা অসহায় আছে তাদের সহযোগিতা করে আসছি। কোনো শিক্ষার্থী যাতে ঝরে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। তোমাদের লেখাপড়ার বিষয়ে কোনো সমস্যা থাকলে আমাকে জানাবে। আমার পক্ষ থেকে পূর্ণ সহযোগিতা থাকবে। আমাদের এ প্রতিষ্ঠানগুলোর পড়ালেখার মানোন্নয়নে নবাগত সদর শিক্ষা অফিসার মহোদয় সহযোগিতা করছেন। শিক্ষা অফিসার একজন ভালো মানুষ। তিনি শিক্ষার উন্নয়নে কাজ করছেন। এ প্রতিষ্ঠানগুলো খুব ভালোভাবে চলছে।
তিনি বলেন, আমার দাদা এ বিদ্যালয়টি ছাড়াও শাহতলী জিলানী চিশতী কলেজ, শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় সহ বহু শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। তিনি বলেন, পড়ালেখার পাশাপাশি খেলাধুলা অপরিহার্য। তাই তোমাদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাও চর্চা করতে হবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, জিলানী চিশতী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কামরুল হাসান, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোহসীন উদ্দিন, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা. তহমিনা আক্তার, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা মোসাম্মৎ রুবিনা আক্তার, সিনিয়র শিক্ষিকা মোহসেনা আক্তার, সহকারী শিক্ষক দীপঙ্কর দে, সহকারী শিক্ষক মো. নেছার আহমেদ খান, সহকারী শিক্ষক মো. আব্দুল মান্নান, সহকারী শিক্ষক মো. মাহবুব আলম গাজী, সহকারী শিক্ষক প্রমথ সরকার, সহকারী শিক্ষক মো. মনির হোসেন, সহকারী শিক্ষক বিথী আক্তার, জিলানী চিশতী কলেজের অফিস ইনচার্জ মো. রানা সরকারসহ অন্য শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান। শুরুতেই প্রধান অতিথি চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে মোহাম্মদ আলী জিন্নাহকে বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য সাংবাদিক সোহেল রুশদী। পরে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে জাতীয় সংগীত পরিবেশন ও অতিথিদের ব্যাজ পরিধান করান শিক্ষকবৃন্দ।