রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ২১:২৫

প্রাইভেট কারের ধাক্কায় ভেঙ্গে পড়লো বৈদ্যুতিক খুঁটি

অনলাইন ডেস্ক
প্রাইভেট কারের ধাক্কায় ভেঙ্গে পড়লো বৈদ্যুতিক খুঁটি

দ্রুতগতির একটি প্রাইভেট কারের ধাক্কায় সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটি ভেঙ্গে সড়কের ওপর পড়ে যায়। ফলে বড়ো আকারের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ঝুঁকি নিয়ে প্রায় ৮ ঘণ্টা ধরে সেই খুঁটির নিচ দিয়ে ছোট যানবাহন চলাচল করতে দেখা যায়। যাত্রীবাহী বাস, ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকে।

রোববার (২১ সেপ্টেম্বর ২০২৫) সকাল ৯টার দিকে মতলব-বাবুরহাট-পেন্নাই সড়কের মুন্সীরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ওই এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিলো। পরে বিকেল ৫টার দিকে নতুন খুঁটি প্রতিস্থাপনের পর বিদ্যুৎ সরবরাহ চালু হয়। খুঁটি স্থাপনের পর সবধরনের যান চলাচল শুরু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেপরোয়া গতির প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে দুমড়েমুচড়ে যায় সেই প্রাইভেট কারটি।

স্থানীয় বাসিন্দা লোকমান হাজরা বলেন, এই দুর্ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে চালক সামান্য আহত হয়েছেন।

তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রাইভেট কারটি দ্রুত গতিতে চালিয়েছিলো চালক। দ্রুত চালানোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বিদ্যুতের খুঁটিতে সজোরে আঘাত করে প্রাইভেট কারটি। এতে ভেঙ্গে যায় বিদ্যুতের আরসিসি খুঁটি ।

এদিকে ঘটনার পর ৫ নম্বর ফিডার এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এরই মধ্যে নতুন খুঁটি প্রতিস্থাপনের কাজ শুরু হয়।

মতলব পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, ভেঙ্গে পড়া খুঁটিটি দ্রুত অপসারণ করে বিকেল ৫টার মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিকসহ সবধরনের যান চলাচলের জন্যে সড়কটি উন্মুক্ত করে দেওয়া হয়। সূত্র : কালের কণ্ঠ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়