শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫৩

পল্লী সঞ্চয় ব্যাংক রংপুর বিভাগের ব্যবস্থাপক সম্মেলন ২০২৫ ও পারফরম্যান্সভিত্তিক পুরস্কার প্রদান অনুষ্ঠান

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
পল্লী সঞ্চয় ব্যাংক রংপুর বিভাগের ব্যবস্থাপক সম্মেলন ২০২৫ ও পারফরম্যান্সভিত্তিক পুরস্কার প্রদান অনুষ্ঠান
রংপুর বিভাগের ব্যবসায়িক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালক নূরে আলম তালুকদার।

রংপুর বিভাগের আওতাধীন শাখাসমূহের ২০২৪-২৫ অর্থ বছরের পারফরম্যান্স মূল্যায়ন, ২০২৫-২৬ অর্থ বছরের ব্যবসায়িক কর্মপরিকল্পনা গ্রহণ এবং ২০২৩-২৪ অর্থ বছরের পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের উৎসাহমূলক পুরস্কার প্রদানের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর ২০২৫) রায়ান'স হোটেল এন্ড রেস্টুরেন্ট, রংপুরে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের সম্মানিত পরিচালক ও বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক নুরে আলম তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক মো. আলা উদ্দিন। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড সচিব মুহাম্মদ আলী। এ অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিভাগের মনিটরিং কর্মকর্তা কাজী ইমরুল কায়েস, জেলা (আঞ্চলিক) কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ, রংপুর বিভাগের সকল শাখা ব্যবস্থাপক এবং ২০২৩-২৪ অর্থ বছরের পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে মাঠ পর্যায়ের পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক নুরে আলম তালুকদার রংপুর জেলার ব্যাংকের সার্বিক অবস্থা ও তথ্যাদি পর্যালোচনা করেন, অংশগ্রহণকারীদের মতামত গ্রহণ করেন এবং দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। মহাব্যবস্থাপক মো. আলা উদ্দিন উক্ত পর্যালোচনায় অংশগ্রহণ করেন ও মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন। আলোচনা পর্বের শেষে সম্মানিত পরিচালক মহোদয় বিভাগের শ্রেষ্ঠ পারফরমেন্সকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ।

পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত পরিচালক নুরে আলম তালুকদারের মাঠ পর্যায়ের জনবলের সাথে এ ধরনের সরাসরি মতবিনিময় সভা প্রতিষ্ঠানের সকলকে অনুপ্রাণিত করবে এবং ব্যাংকের লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনে সবাইকে আরো শক্তিশালী ভূমিকা পালনে সহায়তা করবে বলে আশা করা যায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়