প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৮
ভ্রাম্যমাণ আদালতের অভিযান
শাহরাস্তিতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় এক লাখ টাকা জরিমানা

শাহরাস্তিতে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় তিনজনকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৭ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে মেহের উত্তর ইউনিয়নের শেখকুনি মৌজায় অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করা হয়।
|আরো খবর
অভিযানে নেতৃত্ব দেন শাহরাস্তি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর বিভিন্ন ধারায় তিনজনকে দোষী সাব্যস্ত করে মোট এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে প্রত্যেককে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়।
অভিযান চলাকালে শাহরাস্তি থানার সাব-ইন্সপেক্টর মো. মনিরুজ্জামান ভূঁইয়া, উপজেলা রাজস্ব প্রশাসনের কর্মকর্তা কর্মচারীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।