প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫২
ডা. এস এম সহিদ উল্লাহর মাতৃবিয়োগ

বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি, কমিউনিটি পুলিশিং চাঁদপুর জেলা কমিটির সভাপতি, বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক এবং গ্রীন ডায়াগনস্টিক সেন্টারের মালিক ডা. এস এম সহিদ উল্লাহর মা লুৎফুন্নেসা (৯২) বুধবার (১৭ সেপ্টেম্বর ২০২৫) সকালে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...... রাজিউন)। তিনি বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন অসুস্থ অবস্থায় ঢাকার জাপান বাংলাদেশ হাসপাতালের আইসিইউতে ছিলেন। মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও ৪ মেয়ে রেখে গেছেন। মরহুমার জানাজার নামাজ বুধবার (১৭ সেপ্টেম্বর ২০২৫) বাদ আসর চাঁদপুর শহরের বেগম মসজিদ ঈদগাহে অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন গাছতলা দরবার শরীফের পীর সাহেব খাজা ওয়ালী উল্যাহ।
জানাজা শেষে বাসস্ট্যান্ড পৌর কবরস্থানে মরহুমাকে দাফন করা হয়৷ জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দসহ মুসল্লিরা অংশ নেন৷