বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৪:১৬

মতলব উত্তরে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা

দূ্র্গোৎসবে সকলকে সহযোগিতা করতে হবে

-----ইউএনও মাহমুদা কুলসুম মনি

মাহবুব আলম লাভলু
দূ্র্গোৎসবে সকলকে সহযোগিতা করতে হবে

মতলব উত্তর উপজেলায় শারদীয় দুর্গা পূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনির সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রহমতুল্লাহ, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. রবিউল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, পূজা উদযাপন পরিষদের সভাপতি রাধেশ্যাম চান্দু বাবু ও সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, সাংবাদিক বোরহান উদ্দিন ডালিম, ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গোলাম নবী খোকন প্রমুখ।

মতলব উত্তর উপজেলায় ৩৪ টি পূজা মণ্ডপে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে পাঁচ দিনব্যাপী সনাতন হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড়ো উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে ১০ সেপ্টেম্বর সকাল ১১ টায় মতলব উত্তর উপজেলা সভাকক্ষে এ প্রস্তুতি সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।

সভায় উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি বলেন, শারদীয় দূ্র্গোৎসবে পূজা মণ্ডপের কার্যক্রম সুন্দর ও সুষ্ঠু এবং সফলভাবে সম্পন্ন করতে হবে। এ জন্যে সকলকে সহযোগিতা করতে হবে।

তিনি আরো বলেন, পূজা শুরুর দুদিন পূর্ব থেকে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করবে। এতে থাকবে পুলিশ, আনসার, গ্রাম পুলিশ, পূজামণ্ডপ কমিটি, পূজা উদযাপন পরিষদ ও পূজা মনিটরিং কমিটি। থাকবে বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ। প্রয়োজনে সেনাবাহিনী ও র‌্যাব থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়