প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫৯
চাঁদপুর-৩ আসনে দেওয়াল ঘড়ি প্রতীকের সম্ভাব্য প্রার্থী তোফায়েল আহমদের গণসংযোগ

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) সংসদীয় আসনে খেলাফত মজলিস মনোনীত দেওয়াল ঘড়ি প্রতীকের সম্ভাব্য প্রার্থী তোফায়েল আহমদ মঙ্গলবার (৯ সেপ্টেম্বরে ২০২৫) চাঁদপুর শহরের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেন।
গণসংযোগকালে তিনি বাজার, দোকান, পাড়া-মহল্লা ও বিভিন্ন পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে খেলাফত মজলিসের অবস্থান, লক্ষ্য ও কর্মসূচি তুলে ধরেন।
তোফায়েল আহমদ বলেন, দেশের জনগণ আজ পরিবর্তনের জন্যে প্রস্তুত। মানুষ শান্তি, ইনসাফ এবং নৈতিক নেতৃত্ব চায়। আমরা একটি কল্যাণমুখী ও আলোকিত সমাজ গঠনে জনগণের পাশে আছি। ইনশাআল্লাহ, জনগণের ভোটে বিজয়ী হয়ে জনসেবা করার সুযোগ পেলে আমরা ইসলামী মূল্যবোধভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠায় কাজ করবো।
তার সাথে ছিলেন জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা ইব্রাহিম, সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক মো. নোয়াইম, মাওলানা কবির আহমেদ, মনির হোসেন শিপন, ছাত্র মজলিসের কেন্দ্রীয় পরিষদ সদস্য সাইফুদ্দিন আহমেদ, জেলা ছাত্র মজলিসের সেক্রেটারি আব্দুল্লাহ, শহর খেলাফত মজলিসের সভাপতি মাওলানা সুলতান আহমেদ, সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ।
এ সময় স্থানীয় ওয়ার্ড নেতৃবৃন্দ, তরুণ কর্মী, শিক্ষার্থী ও সাধারণ জনগণ তাঁর সঙ্গে ছিলেন।
গণসংযোগে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের আন্তরিক সাড়া পাওয়া গেছে বলে জানান আয়োজকরা।