শনিবার, ৩০ আগস্ট, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ২২:০৪

জাতীয় কবি নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকীতে চাঁদপুর লেখক পরিষদের পাঠ অনুশীলন, আলোচনা সভা ও সঙ্গীতানুষ্ঠান

জাতীয় কবি নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকীতে চাঁদপুর লেখক পরিষদের পাঠ অনুশীলন, আলোচনা সভা ও সঙ্গীতানুষ্ঠান
প্রেস বিজ্ঞপ্তি

বিদ্রোহী কবি, অসাম্প্রদায়িক কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকীতে চাঁদপুর লেখক পরিষদের উদ্যোগে পাঠ অনুশীলন, আলোচনা সভা ও সঙ্গীতানুষ্ঠান শুক্রবার (২৯ আগস্ট ২০২৫) বিকেল সাড়ে ৪টায় চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে আলোচনা করেন নজরুল গবেষক ও চাঁদপুর লেখক পরিষদের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফতেউল বারী রাজা, উপদেষ্টা ও আবৃত্তিশিল্পী অধ্যাপক দুলাল চন্দ্র দাস, সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা খান, হাজীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সুনির্মল দেউরী, চাঁদপুর লেখক পরিষদের সদস্য অ্যাড. শীতল ঘোষ, সহ-সভাপতি মাসুদ হাসান, সাবেক সদস্য সচিব অ্যাড. বিধু ভূষণ নাথ, শিক্ষক মোসতাক আহমেদ প্রমুখ।

আবৃত্তি করেন চাঁদপুর লেখক পরিষদের সাবেক সাধারণ সম্পাদক খোকন চন্দ্র মজুমদার, কবি মিজানুর রহমান, আবৃত্তি বিষয়ক সম্পাদক দীপান্বিতা দাস, সংগীত পরিবেশন করেন জাগরণ সাংস্কৃতিক কেন্দ্রের শিল্পীরা। এদের মধ্যে ছিলেন জাগরণ সাংস্কৃতিক কেন্দ্রের সংগীত সম্পাদক শাহিন খান, সংগীতশিল্পী স্বজন সাহা, পায়েল ও সারা তাবাসসুম জীবা।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর লেখক পরিষদের সাংগঠনিক সম্পাদক এন কে সুমন পাটওয়ারী, দপ্তর সম্পাদক মুহাসম্মদ নূরুল ইসলাম রাজিব, প্রকাশনা বিষয়ক সম্পাদক পাপ্পু দত্ত, নির্বাহী সদস্য রাজীব কুমার দাস, শিক্ষক সেলিনা আফরোজ ও ছাত্র ইউনিয়নের জেলা সংসদের সদস্য মো. আবির হোসেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়