বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ১৫:১৯

কচুয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা

মো. নাছির উদ্দিন।।
কচুয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা
কচুয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দিচ্ছেন এসি ল্যান্ড মো. আবু নাছির।

'দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা' এই প্রতিপাদ্যকে সামনে রেখে কচুয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

দুর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে বৃহস্পতিবার (২১ আগস্ট ২০২৫) দুপুরে কচুয়া উপজেলা পরিষদের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার কে এম সোহেল রানা ও খাদ্য পরিদর্শক মো. আব্দুল আউয়াল। মডারেটরের দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা অফিসার মো. নাহিদ ইসলাম, সময় নিয়ন্ত্রকের দায়িত্বে ছিলেন সহকারী শিক্ষক মহীউদ্দিন মানিক।

বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কচুয়া উপজেলার শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়, ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়, মনোহরপুর উচ্চ বিদ্যালয় ও ক্যামব্রিয়ান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. সোলেমান মিয়ার সভাপতিত্বে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশানার (ভূমি) মো. আবু নাছির।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মানিক সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল ইসলাম, চাঁদপুর জেলা

দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিদর্শক অভিজিৎ দে ও কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম।

প্রতিযোগিতায় ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয়ী হন। শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ইশরাত জাহান তারিন।রানার্স আপ হয়েছে ক্যামব্রিয়ান স্কুল।

পরে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

এ সময় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ওমর ফারুক মিয়াজী, সদস্য সাংবাদিক আবু সাঈদ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়