শনিবার, ০৯ আগস্ট, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২১, ২০:১৫

ক্ষুদে শিক্ষার্থীদের ক্লাস নিলেন ইউএনও শরিফুল হাসান

মাহবুব আলম লাভলু
ক্ষুদে শিক্ষার্থীদের ক্লাস নিলেন ইউএনও শরিফুল হাসান

প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের পাঠদান করিয়েছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গাজী শরিফুল হাসান । সোমবার(২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিণ ব্যাসদী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জীবগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এসে পাঠদান করান। এসময় তিনি ওই বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে মত বিনিময় ক্ষুদে শিক্ষার্থীদের ক্লাস নেন এবং শিক্ষার্থীদের পাশে বসে তাদের সঠিক সময়ে খাওয়া,ঘুম,পড়ালেখা-খেলাধুলা করার জন্য উপদেশ দেন।

এর আগে ইউএনও আকষ্মিক জৗবগাঁও জেনারেল হক উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান বলেন,প্রকৃত শিক্ষা অর্জন, শিক্ষার পরিবেশ ও গুণগতমান উন্নয়নে স্কুল-কলেজ ও মাদ্রাসাসহ সব শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন অব্যাহত থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন ও শিক্ষার্থীদের পাঠদান করানো- ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সচেতমহল,শিক্ষানুরাগীসহ অভিভাবকরা।

ইউএনওর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন,শিক্ষার্থীদের পাঠদান ও ছাত্রছাত্রীদের জীবন গড়তে প্রয়োজনীয় নির্দেশনা মতলব উত্তরের শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখছে বলে মনে করেছেন সচেতন মহল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়