প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩৭
নবাগত সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদ পরিদর্শন

চাঁদপুর সদরের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএমএন জামিউল হিকমা ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে তিনি ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্র, নাগরিক সেবা কার্যক্রম পরিদর্শন করেন এবং ইউপি সদস্য, স্থানীয় রাজনীতিক ও বিশিষ্টজনদের সাথে মতবিনিময় করেন। তিনি
|আরো খবর
এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, ইউনিয়ন বিএনপির সভাপতি নুরু ভূঁইয়া, সাধারণ সম্পাদক শহীদ বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন ঢালী, সাংগঠনিক সম্পাদক দাদন খা, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মো. এনামুল কবির, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলা শাখার সভাপতি ডাক্তার মো. বেলাল হোসেন, লক্ষ্মীপুর ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ মাওলানা মনিরুজ্জামান, সেক্রেটারি মোহাম্মদ মনির হোসেন, ইউনিয়ন যুবদল সভাপতি নুরু পাটোয়ারী, সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ বেপারী, সম্ভব্য চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মো কবির হোসেন খানসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।