রবিবার, ২৭ জুলাই, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ২০:৩৭

বিষ্ণুপুরে স্মরণ ও জনসভায় মোস্তফা খান সফরী

আগামীর বাংলাদেশে স্বৈরাচার রাজাকার চাঁদাবাজদের কোনো ঠাঁই নেই

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
আগামীর বাংলাদেশে স্বৈরাচার  রাজাকার চাঁদাবাজদের কোনো ঠাঁই নেই
বিষ্ণুপুরে জনসভায় বক্তব্য রাখছেন বিএনপির কেন্দ্রীয় নেতা মোস্তফা খান সফরী।

সাবেক ছাত্রনেতা ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মোস্তফা খান সফরী বলেছেন, ছাত্রজীবন থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে লালন করে বিএনপির রাজনীতি করছি। এ দলের রাজনীতি করতে গিয়ে নানা চড়াই উৎরাই, নানামুখী ষড়যন্ত্রকে মোকাবেলা করে আজ বিএনপির একজন কর্মী হয়ে দলের জন্যে কাজ করছি। জনগণের সেবার উদ্দেশ্যে রাজনীতিতে এসেছি। যতদিন বেঁচে থাকবো বিএনপির রাজনীতি করবো।

তিনি বলেন, বিএনপির রাজনীতিতে কোনো স্বৈরাচার রাজাকার ও চাঁদাবাজদের ঠাঁই নেই। এদের বিরুদ্ধে এখনই প্রতিরোধ গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি দলের নেতা-কর্মী ও সাধারণ জনগণের উদ্দেশ্যে বলেন, দলের নাম ভাঙ্গিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে যারা সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায় এবং কোনো ঘটনাকে কেন্দ্র করে চাঁদাবাজি করতে আসে, পাশাপাশি কেউ মব সৃষ্টি করার চেষ্টা করে, তাহলে তাদেরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করার আহ্বান জানাই।

তিনি বলেন, ছাত্রজীবন থেকে রাজনীতি করতে এসে সকল

লোভ-লালসাকে উপেক্ষা করে দলের জন্যে কাজ করে যাচ্ছি। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান পূজারীর রাজনীতি আমি করি না। আমি আপনাদের এলাকার সন্তান, ছোট থেকে বড়ো হয়েছি আপনাদের চোখের সামনে। বিগতদিনে আপনাদের সুখ ও দুঃখে পাশে ছিলাম । আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখে, আপনাদের সেবা করার জন্যে রাজনীতি করে যাবো। আমার রাজনৈতিক জীবনে আম মার্কা, ছাতা মার্কা বিএনপি করি নাই। প্রকৃত ধানের শীষের বা বিএনপির কর্মী।

তিনি স্থানীয় জনগণের উদ্দেশ্যে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি চাঁদপুর-৩ আসনে ধানের শীষের একজন মনোনয়ন প্রত্যাশী। আমি আপনাদের সকলের দোয়া চাই। আগামীদিনে আপনাদের আমার পাশে চাই।

মোস্তফা খান সফরী শনিবার (২৬ জুলাই ২০২৫) চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের লালপুর বালুধুম উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা, তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও জুলাই-আগস্ট বিপ্লবের স্মরণে আয়োজিত স্মরণ ও জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রফেসর তাজুল ইসলামের সভাপতিত্বে ও চাঁদপুর সদর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আকাশ খান জিতুর পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হযরত আলী, বিএনপি নেতা অ্যাড. আশ্রাফুল ইসলাম আশু, চাঁদপুর সদর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারী, জেলা যুবদলের সহ-সভাপতি সরোয়ার হোসেন গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল পাটোয়ারী, মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক বশির পারভেজ, জেলা যুবদলের জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক আবু আহমেদ, জেলা ছাত্রদল নেতা রাসেল আহমেদ জনি প্রমুখ নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়