প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ১১:২৬
শহীদ সিয়ামের শাহাদাতবার্ষিকীতে ইসলামী ছাত্র আন্দোলনের আলোচনা

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সদস্য, জুলাই অভ্যুত্থানের সহযোদ্ধা শহীদ সিয়ামের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়ন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের উদ্যোগে শুক্রবার (১৮ জুলাই ২০২৫) অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন।
বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সেক্রেটারি কেএম ইয়াসিন রাশেদসানী, ছাত্র আন্দোলনের জেলা দায়িত্বশীল আব্দুল মোত্তালিব চৌধুরী ও
ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলা জয়েন্ট সেক্রেটারি মাওলানা আল আমিন। সভায় ইসলামী আন্দোলন, ছাত্র আন্দোলন, যুব আন্দোলন সহ ভাতৃপ্রতিম সংগঠনের ইউনিয়ন দায়িত্বশীল, স্থানীয় নেতৃবৃন্দ এবং এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
এতে সভাপতিত্ব করেন শহীদ সিয়ামের গর্বিত পিতা মো. সোহাগ সরদার।
ছবি ক্যাপশন: মৈশাদীতে জুলাই অভ্যুত্থানে শহীদ সিয়ামের শাহাদাতবার্ষিকীতে ইসলামী ছাত্র আন্দোলনের আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন।