মঙ্গলবার, ০৭ অক্টোবর, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ২৩:০২

কমলগঞ্জে বজ্রপাতে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানের মৃত্যু

কমলগঞ্জে বজ্রপাতে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানের মৃত্যু
মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জে বজ্রপাতে উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মৃত্যুর খবর পাওয়া গেছে।

সোমবার (৬ অক্টোবর ২০২৫) দুপুরে ইসলামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলুর রহমান কৃষি জমিতে কাজ করতে গেলে বজ্রপাতে তার মৃত্যু হয়।

ইউপি সদস্য আবু আব্দুল্লা জানান, বৃষ্টির মধ্যে তিনি কৃষি জমিতে কাজ করতে যান। বেলা বাড়লেও তিনি বাড়িতে না ফেরায় তাকে খোঁজাখুঁজি করে জমিতে মৃত অবস্থায় পাওয়া যায়। এ সময় তার মুখের অংশ কালো হয়েছিল।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর জানান, মৃত্যুর বিষয়টি জানতে পেরেছি। কীভাবে মৃত্যু হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়