সোমবার, ০৬ অক্টোবর, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ১৯:৫১

ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্যবিরোধী চাকুরি প্রত্যাশী পরিষদের মানববন্ধন ও সমাবেশ

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্যবিরোধী চাকুরি প্রত্যাশী পরিষদের মানববন্ধন ও সমাবেশ

ইসলামী ব্যাংকসহ ব্যাংকিং সেক্টরে বিশেষ অঞ্চলের একচ্ছত্র অবৈধ নিয়োগ বাতিল করে অবিলম্বে মেধাভিত্তিক নিয়োগের দাবিতে চাঁদপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ অক্টোবর ২০২৫) বেলা ১১টায় চাঁদপুর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা সড়কে এই মানববন্ধনের যৌথ আয়োজন করে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্যবিরোধী চাকরি প্রত্যাশী পরিষদ।

ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের দাবি হচ্ছে : ২০১৭ থেকে ২০২৪ পর্যন্ত ব্যাংক লুটেরা ও মাফিয়া এস আলম গ্রুপ কর্তৃক অবৈধভাবে নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তাদের অনতিবিলম্বে ছাঁটাই করতে হবে।

সমাবেশে বক্তব্য রাখেন গ্রাহক ফোরামের সভাপতি সবুজ খান, বিশিষ্ট ব্যবসায়ী কবির খান, গোলাম মাওলা, গ্রাহক আলমগীর হোসেন বন্দুকসী, আবু বকর সিদ্দিক ও ইউসুফ ঢালী।

বক্তারা বলেন, বেশ ক'টি দাবি নিয়ে আমাদের গ্রাহক ফোরামের এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে : ইসলামী ব্যংক থেকে এস আলম গ্রুপ প্রায় ১ লাখ ২০ হাজার কোটি টাকা পাচার করেছে। তাদের সম্পদ বাজেয়াপ্ত করে গ্রাহকদের আমানতের এই টাকা ফেরত আনার ব্যবস্থা করা।

২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ইসলামী ব্যাংকে জাল সার্টিফিকেটের মাধ্যমে যত অবৈধ নিয়োগ হয়েছে, এর মধ্যে চট্টগ্রাম পটিয়া থানারই ছিলো ৫ হাজার নিয়োগ। তাদের এসব অবৈধ নিয়োগ বাতিল করতে হবে এবং আগামীতে স্বচ্ছতা বজায় রেখে নতুন করে মেধাবীদের নিয়োগ দিতে হবে। এস আলম কর্তৃক নিয়োগকৃত যেসব কর্মকর্তা বরখাস্ত করা হয়েছে, তারা এখন ব্যাংকের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, তাদের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে যাতে কার্যকর ব্যবস্থা নেয়া হয়। এসব দাবি না মানলে গ্রাহক ফোরামের পক্ষ থেকে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে বলে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়