বুধবার, ০২ জুলাই, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ১৬:৪১

রোটারী বর্ষের প্রথম দিবস উদযাপনে চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের অনুষ্ঠান

সারাবিশ্বে রোটারীর একটি শক্তিশালী অবস্থান ও পরিচিতি রয়েছে

স্টাফ কোয়ার্টার
সারাবিশ্বে রোটারীর একটি শক্তিশালী অবস্থান ও পরিচিতি রয়েছে

চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের আয়োজনে রোটারী বর্ষ ২০২৫-২০২৬-এর প্রথম দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই ২০২৫) সকাল ৯টায় চাঁদপুর শহরের কালীবাড়ি মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। শোভাযাত্রাটি প্রেসক্লাব রোড ও কবি নজরুল সড়ক প্রদক্ষিণ করে ৬নং আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি আলোচনা অনুষ্ঠানে মিলিত হয়। এই অনুষ্ঠানে বিদ্যালয়ের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, খাতা, কলম, টুথপেস্ট, ব্রাশ, জুস ও বিস্কুট বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, সারা বিশ্বে রোটারীর একটি শক্তিশালী অবস্থান এবং পরিচিতি রয়েছে। বিশ্বজুড়ে এ ক্লাব মানব সেবা এবং সমাজসেবা করছে। সেই ধারাবাহিকতায় চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাব দীর্ঘ সময় ধরে সমাজসেবামূলক কার্যক্রমে নিয়োজিত। আজকের কার্যক্রম তারই ধারাবাহিকতার অংশ।

তিনি আরো বলেন, এ বিদ্যালয়ের পিছিয়ে পড়া শিশুদেরকে সামনে আনার যে প্রচেষ্টা আপনারা নিয়েছেন, তা দেখে সত্যিই আমি মুগ্ধ। আমি চাইবো আপনারা এর সাথে আরও বেশি চ্যালেঞ্জিং কাজে অংশগ্রহণ করেন। আমি আপনাদের সাথে থাকবো।

ক্লাবের সভাপতি রোটারিয়ান আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন রোটা. পিপি শেখ মনির হোসেন বাবুল। আরো বক্তব্য রাখেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজমা বেগম, ক্লাব সেক্রেটারী গিয়াসউদ্দিন মিলন ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাদী সাবিহা আক্তার। উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার ভবরঞ্জন দাস ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার সেলিনা বেগম।

অনুষ্ঠানে উপস্থিত থেকে সার্বিক সহায়তা করেন চাঁদপুর রোটারী ক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, তমাল কুমার ঘোষ ও শাহেদুল হক মোর্শেদ, চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের সাবেক সভাপতি ডা. বিশ্বনাথ পোদ্দার, জামাল হোসেন, ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন পাটোয়ারী, মোস্তাক আহমেদ খান, শবেবরাত সরকার, অ্যাড. নূরুল আমিন খান আকাশ, সাখাওয়াত হোসেন শাকিল , মাকসুদুর রহমান ও ইমরান হোসেন প্রমুখ।

পুরো অনুষ্ঠানে চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের রোটারিয়ানবৃন্দ, চাঁদপুর সেন্ট্রাল রোটার‌্যাক্ট ক্লাব ও ইন্টার‌্যাক্ট ক্লাবের সদস্যবৃন্দ এবং স্কাউট ব্যান্ড দলের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়