প্রকাশ : ১৭ জুন ২০২৫, ২১:১২
কর্মরত সবার মাঝে বদলি আতঙ্ক
চাঁদপুর পৌরসভায় আরেক দফা বদলি

চাঁদপুর পৌরসভায় আবারও বদলির নির্দেশনা হয়েছে। দ্বিতীয় দফায় এ আদেশে ৪ কর্মচারীকে বদলির আদেশ দিয়েছেন চাঁদপুর জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. গোলাম জাকারিয়া। গত ৪ জুন ২০২৫ (বুধবার) তিনি এ আদেশ দেন। যাদেরকে অন্যত্র বদলি করা হয়েছে তারা হচ্ছেন : চাঁদপুর পৌরসভার উচ্চমান সহকারী মো. মেহেদী হাসানকে কচুয়া পৌরসভায়, সহকারী কর আদায়কারী মো. খোরশেদ আলমকে ছেঙ্গারচর পৌরসভায়, সহকারী এসেসর আখতার হোসেনকে ফরিদগঞ্জ পৌরসভায় ও সহকারী লাইসেন্স পরিদর্শক নওরোজ ফারহান নূরকে ছেঙ্গারচর পৌরসভায়। বুধবার (১৮ জুন ২০২৫)-এর মধ্যে সংশ্লিষ্ট পৌরসভায় তাদের যোগদানের নির্দেশ দেয়া হয়েছে।
|আরো খবর
অপরদিকে গত ২৮ মে ২০২৫ তারিখে চাঁদপুর পৌরসভার উচ্চমান সহকারী মো. রিয়াজ উদ্দিনকে মতলবের নারায়ণপুর পৌরসভায়, নিম্নমান সহকারী কাম মুদ্রাক্ষরিক কামাল হোসেন ও কর আদায়কারী এমদাদ হোসেন মিলনকে মতলব উত্তরের ছেঙ্গারচর পৌরসভায়, অফিস সহায়ক মো. শাহজাহান প্রধানিয়া ও মালী মুক্তার আহমেদকে মতলব দক্ষিণের নারায়ণপুর পৌরসভায় বদলি করা হয়। ইতোমধ্যে ওই কর্মকর্তা-কর্মচারীরা নির্ধারিত বদলিকৃত পৌরসভায় যোগদান করেছেন।
এদিকে চাঁদপুর পৌরসভায় দু দফায় বদলির পর কর্মরত অন্য সকলের মাঝেও বদলি আতঙ্ক বিরাজ করছে। একটি সূত্র জানায়, চাঁদপুর পৌরসভার অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী পৌরসভায় চাকুরির কয়েক বছরের মধ্যে বিশাল বিত্ত-বৈভবের মালিক হয়েছেন। এদের মধ্যে এখানে কেউ এক যুগ, দেড় যুগ, দশ বছর, পনেরো বছর ধরে চাকুরি করে আসছেন বলে জানা যায়।