প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:২২
রায়পুরে শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা

লক্ষ্মীপুরের রায়পুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে স্মৃতিসৌধে স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে উপজেলা পরিষদ হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
|আরো খবর
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সভায় মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ এবং রাষ্ট্র গঠনে তাঁদের ভূমিকা গুরুত্বসহকারে তুলে ধরা হয়।
সভায় বক্তারা বলেন, এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী পরিকল্পিতভাবে শিক্ষাবিদ, সাংবাদিক, চিকিৎসক, আইনজীবী, শিল্পী ও সাহিত্যিকদের হত্যা করে। এর লক্ষ্য ছিল বাঙালি জাতিকে মেধাশূন্য করা এবং ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা।
বক্তারা আরও বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগের বিনিময়েই অর্জিত হয়েছে স্বাধীন বাংলাদেশ। তাঁদের অবদান জাতির ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেম ও গণতন্ত্রের পথে অনুপ্রাণিত করবে।
ডিসিকে /এমজেডএইচ








