প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ১৭:০৭
ফরিদগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

ফরিদগঞ্জ ব্যুরো।।
|আরো খবর
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রোববার (১৪ ডিসেম্বর ২০২৫) ফরিদগঞ্জে শহীদদের বেদিতে পুষ্পস্তবক অর্পণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের সভাকক্ষে সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল, ফরিদগঞ্জ থানার ওসি হেলাল উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন সাবু, পল্লী বিদ্যুতের ডিজিএম সাইফুল ইসলাম ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী।
সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসান বলেন, রক্তক্ষয়ী যুদ্ধের অন্তিম মুহূর্তে জাতি যখন একটি স্বাধীন দেশ ও পতাকার জন্যে অপেক্ষা করছিলা, ঠিক তখনই হানাদার বাহিনী ও তার দোসররা এ দেশের সূর্য সন্তানদেরকে চিহ্নিত করে একে একে তাঁদের হত্যা করে। তাদের টার্গেট ছিলো এদেশকে মেধাশূন্য করা। আর তাই জাতির শ্রেষ্ঠ সন্তানদের
নির্মমভাবে হত্যা করা হয়।








