প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ১৯:৪২
চাঁদপুর-১ আসনে বৃহত্তর সুন্নী জোটের চমক নাছির মাহমুদ

চাঁদপুর-১ (কচুয়া) আসনে আহলে সুন্নাত ওয়াল জামাআত তথা বৃহত্তর সুন্নী জোটের চমক হচ্ছেন মোহাম্মদ নাছির উদ্দিন মাহমুদ। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ (কচুয়া) আসন থেকে মোমবাতি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বৃহত্তর সুন্নী জোট থেকে এই আসনে মোমবাতি প্রতীক নিয়ে তাঁর মনোনয়ন প্রায় চূড়ান্ত। এই আসন থেকে মোমবাতি প্রতীকের অপর মনোনয়ন প্রত্যাশী মাওলানা আলমগীর শাহ আল-কাদেরীর উপস্থিতিতে তাঁর সাথে সমঝোতায় সুন্নী জোটের একক প্রার্থী হিসেবে নাছির উদ্দিন মাহমুদকে চূড়ান্ত করা হয় এবং কেন্দ্রে এ বিষয়ে সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত হয়।
|আরো খবর
মোহাম্মদ নাছির উদ্দিন মাহমুদ কচুয়া উপজেলার আইনগিরী তালতলী গ্রামের সন্তান। তিনি একজন সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি রহিমানগর ইনসাফ জেনারেল হাসপাতালের চেয়ারম্যান, ঢাকা মিরপুর এনএস ওয়ার্ল্ড এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর এবং মনোয়ার লাফি আল আসলামি কন্ট্রাক্টিং কোম্পানি, আলজুবাইল, সৌদি আরব-এর ব্যবস্থাপনা পরিচালক। তিনি কচুয়া উপজেলা বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সম্মানিত সদস্য এবং বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত কেন্দ্রীয় কমিটির সাবেক শ্রম বিষয়ক সম্পাদক। তিনি প্রায় অর্ধশত সামাজিক, ধর্মীয়, তরিকতভিত্তিক সংগঠন ও সেবামূলক প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত।
রোববার (১৪ ডিসেম্বর ২০২৫) বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য মাওলানা আবু সুফিয়ান খান আবেদী আল-কাদেরীর হাজীগঞ্জস্থ বাসায় এক বৈঠকে চাঁদপুর-১ (কচুয়া) আসনে বৃহত্তর সুন্নী জোট মনোনীত মোমবাতি প্রতীক নিয়ে একক প্রার্থী হিসেবে নাছির উদ্দিন মাহমুদকে চূড়ান্ত করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ হুমায়ুন কবির, হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতি গাজী মোহাম্মদ আব্দুর রাহীম, সিনিয়র সহ-সভাপতি মাওলানা ফজলুল কাদের বাগদাদী, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলা শাখার সভাপতি কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক খাজা নূরুল আমিনসহ কচুয়া উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাআত, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ছাত্রসেনা ও যুবসেনার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।








