সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ১৭:১১

ফরিদগঞ্জ বিআরডিবির নির্বাচন

সভাপতি প্রার্থী সাইফুল ইসলামের প্রার্থিতা প্রত্যাহার

ফরিদগঞ্জ ব্যুরো।।
সভাপতি প্রার্থী সাইফুল ইসলামের প্রার্থিতা প্রত্যাহার

আগামী ২৩ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিতব্য ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (বিআরডিবি) নির্বাচনে সভাপতি পদের প্রার্থী মো. সাইফুল ইসলাম তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন। রোববার (১৪ ডিসেম্বর ২০২৫) মো. সাইফুল ইসলাম রির্টানিং অফিসার বরাবর লিখিত আবেদন করেন। আবেদনে তিনি জানান, ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কারণে তিনি ফরিদগঞ্জ কেন্দ্রীয় সমবায় সমিতি (বিআরডিবি) সভাপতি পদ থেকে তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

এদিকে সাইফুল ইসলামের সভাপতি পদে প্রার্থিতা প্রত্যাহারের পর সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন মো. জাহাঙ্গীর আলম নান্টু ( ১নং বড়ালী কৃষক সমবায় সমিতি) ও মো. আবদুল খালেক পাটওয়ারী (১নং কাছিয়াড়া কৃষক সমবায় সমিতি)। এর মধ্যে আব্দুল খালেকের ঘর ভাড়া বকেয়া থাকার কারণে মনোনয়ন বাতিল হয়ে গেলেও পরবর্তীতে তিনি আপিল করে মনোনয়ন ফিরে পান।

নির্বাচনে অন্য পদগুলোর মধ্যে সহ-সভাপতি পদে নুর নবী মানিক (চরপাড়া কৃষক সমবায় সমিতি) এবং সদস্য পদে মোতালেব পাটওয়ারী (১নং উপাদিক কৃষক সমবায় সমিতি), মানিক চন্দ্র দাস (ফরিদগঞ্জ মাঝি বিত্তহীন সমবায় সমিতি) ও মো. ফরিদ আহমেদ খান (২নং চররাঘবরায় কৃষক সমবায় সমিতি লি.) রয়েছেন।

নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি উপজেলা সমবায় অফিসার মুহাম্মদ ফারুক আলম জানান, গত ২০ নভেম্বর ঘোষিত ফরিদগঞ্জ বিআরডিবির নির্বাচনের তফসিল অনুযায়ী আগামী ২৩ ডিসেম্বর সভাপতিসহ অন্য পদগুলোর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়