প্রকাশ : ২৬ মে ২০২৫, ১৬:১১
হাজীগঞ্জে দুর্ঘটনার ৮ দিন পর না ফেরার দেশে বিকাশকর্মী

দুর্ঘটনার ৮ দিন পর না ফেরার দেশে চলে গেলেন বিকাশকর্মী মো. নাজমুল হাসান সানি। সোমবার (২৬ মে ২০২৫) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে গত ১৮ মে ২০২৫ (রোববার) রাতে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে সড়ক দুর্ঘটনার মারাত্মক আহত হন সানি। একই ঘটনায় তার স্কুল শিক্ষক বোনও গুরুতর আহত হন। সানি হাজীগঞ্জের বড়কুল পূর্ব ইউনিয়নের কাইজাঙ্গা গ্রামের পাটওয়ারী বাড়ির আবুল বাসার পাটওয়ারীর ছেলে। তবে তারা সপরিবারে পাশের ঘাসিপুর থাকতেন।
|আরো খবর
খোঁজ নিয়ে জানা যায়, স্কুল শিক্ষক বোনের সাথে শাহরাস্তি উপজেলার উয়ারুক এলাকায় থাকতেন। গত ১৮ মে রাতে কাজ শেষে তিনি বোনের সাথে সিএনজি অটোরিকশাযোগে হাজীগঞ্জ থেকে উয়ারুক যাচ্ছিলেন। পথে এনায়েতপুর যাত্রী ছাউনির সামনে দাঁড়ানো ট্রাকের পিছনে তাদের বহনকারী অটোরিকশাটি সজোরে ধাক্কা দেয়। এতে সেটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রী সানি ও তার বোন গুরুতর আহত হন।
এরপরেই স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক আহত সানি ও তার বোনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরবর্তীতে সানির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন থাকাবস্থায় ৮দিন পর সোমবার সকাল সাড়ে ৮টায় মারা যান। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিবেশী আব্দুস সাত্তার মিয়াজী ও সানির সহকর্মী বিকাশে কর্মরত মামুন তপদার।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, দুর্ঘটনায় আহত সানির মৃত্যুর খবর পেয়ে ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে।