শনিবার, ০১ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ২১:৫০

বাংলাদেশ ইউনাইটেড পার্টির নিবন্ধন আবেদনের ফাইল গায়েব!

অভিযোগ চেয়ারম্যানের

কামরুজ্জামান টুটুল।।
বাংলাদেশ ইউনাইটেড পার্টির নিবন্ধন আবেদনের ফাইল গায়েব!

রকেট প্রতীকে বাংলাদেশ ইউনাইটেড পার্টি (বিইউপি)-এর নিবন্ধন আবেদনের ফাইল গায়েব হয়ে গেছে বলে দাবি করেছেন পার্টির চেয়ারম্যান জাকির হোসেন প্রধানিয়া। নির্বাচন কমিশনে ফাইল জমা দেয়ার রিসিভড কপি পার্টির কাছে থাকা সত্ত্বেও পার্টির আবেদন ফাইল নির্বাচন কমিশনে নেই বলে সম্প্রতি এক চিঠির মাধ্যমে পার্টির চেয়ারম্যানকে জানায় নির্বাচন কমিশন।

এ প্রসঙ্গে চেয়ারম্যান জাকির হোসেন বলেন, আমার কাছে নির্বাচন কমিশন প্রশ্নবিদ্ধ। তারা আমার নিবন্ধন আবেদনের ১৬টি বই স্বাক্ষর করে জমা নেয়। যেখানে ঢুকতে গেলে এনআইডিসহ বহু সিকিউরিটি পেরিয়ে ঢুকতে হয়, সেখান থেকে আমার ফাইল গায়েব হলো কী করে! এ নিয়ে আমরা উচ্চ আদালতে রিট করেছি বলে সংবাদ সম্মেলনে জানান জাকির হোসেন প্রধানিয়া।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, গণভোট, জুলাই সনদ, বর্তমান দেশের সার্বিক পরিস্থিতির উপর মতবিনিময় সভা ও সংবাদ সম্মেলনের আযোজন করে বিইউপি।

শুক্রবার (৩১ অক্টোবর ২০২৫) সন্ধ্যার পরে হাজীগঞ্জের একটি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার প্রেসক্লাব নেতৃবৃন্দসহ বিভিন্ন দৈনিকে কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে জাকির হোসেন প্রধানিয়া বলেন, আমাদের দলের মূল স্তম্ভ ৪টি--সততা, স্বাস্থ্য, শিক্ষা ও কর্ম। তিনি বলেন,

আন্দোলনে নিহতদের বিচার করতে হবে, এটা আমি চাই। জুলাইর বিচার করতে হবে, জুলাই সনদের জন্যে এনসিপিকে মাঠে থাকতে হবে। গণভোট যদি সরকার মনে করে তাহলে করবে। সবার আগে দরকার জনগণের নিরাপত্তা আর জাতীয় ভোট। এ নির্বাচন হবে কৃষক শ্রমিকের।

গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে জাকির হোসেন প্রধানিয়া জুলাই হত্যার বিচার নিয়ে বলেন, যে যেভাবে হত্যার কথা লিখেছে সেটা আমরা দেখেছি। এর কাজ করবে সরকার। কোনো হত্যার পক্ষে না, স্বাধীন সার্বভোম দেশে বিচার চলবে। জুলাই সরকারকে আমি সমর্থন করি। কিন্তু এখন যে সকল হত্যা হচ্ছে এর কথা তো জুলাই সনদে উঠে আসতে হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন চাই। ১০৫ আসনে আমরা মনোনয়ন দেবো। আমি নিজে অবশ্যই নির্বাচন করবো।

হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীমের সভাপ্রধানে ও সাধারণ সম্পাদক এনায়েত মজুমদারের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন আওলাদ হোসেন প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়