মঙ্গলবার, ২০ মে, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ১৯ মে ২০২৫, ২১:৩৫

চান্দ্রায় অটোর ৮টি ব্যাটারি চুরি

এমরান হোসেন লিটন।।
চান্দ্রায়  অটোর ৮টি ব্যাটারি চুরি
চান্দ্রায় দোকানের টিনের চাল কেটে দুই অটোর ৮ ব্যাটারি চুরি।

ফরিদগঞ্জ উপজেলার ১নং বালিথুবা ইউনিয়নের চান্দ্রা বাজার এলাকায় দোকানের টিনের চাল কেটে দুটি অটোবাইকের ৮টি ব্যাটারি ও দোকানের নগদ টাকাসহ বিভিন্ন মালামাল চুরির খবর পাওয়া গেছে।

১৮ মে ২০২৫ (রোববার) রাতের কোনো একসময় চান্দ্রা বাজারের উত্তর পাশে ৬ তলা বিশিষ্ট টাওয়ারের উত্তর পাশে শরীফের দোকানে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থলে গিয়ে জানা যায়, প্রতিদিনের মতো রোববার রাতেও অটোর মালিক ইব্রাহিম ও ঈমান হোসেন তাদের অটো দুটি শরীফের দোকানে রেখে যায়। শরীফও প্রতিদিনের মতো রাত ১২টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। কিন্তু সকালে এসে দোকান খুলে দেখেন দোকানের ভেতরে সব মালামাল এলোমেলো এবং দোকানের পেছনের দিকে গিয়ে দেখেন অটো দুটির চার্জার খোলা, ব্যাটারিগুলো নেই। দোকানের পেছনের দরজা খোলা। পরে দেখতে পান, দোকানের উপরের দিক থেকে আলো আসছে এবং একটি টিন খোলা। অনুমান করা হচ্ছে, উপরের টিন খুলে চোরের দল ভেতরে ঢুকে পেছনের দরজা খুলে সব নিয়ে গেছে।

শরীফ বলেন, চোরের দল তার নগদ ২০ হাজার টাকাসহ বিভিন্ন পানি ও সিগারেটসহ প্রায় ৫০ হাজার টাকার মালামাল নিয়ে যায়।

একটি অটোর মালিক ইব্রাহিম বলেন, তিনি বিভিন্ন সমিতি থেকে কিস্তি উঠিয়ে ১৫ দিন আগে নতুন অটো কিনেছেন। এখনও সমিতির একটি কিস্তিও পরিশোধ হয় নি। কিন্তু চোরের দল তার ব্যাটারিগুলো নিয়ে বড়ো ধরনের ক্ষতি করে ফেললো। অন্য আরেকটি অটোর মালিক ঈমান বলেন, কয়েক মাস আগে কিস্তি উঠিয়ে অটোটি ক্রয় করেছেন। মাত্র দুটি কিস্তি পরিশোধ করেছেন। চোরের দল ব্যাটারিগুলো চুরি করে নিয়ে বড়ো ধরনের ক্ষতির মধ্যে ফেলে দিলো।

দোকানের মালিক শরীফ, অটোর মালিক ইব্রাহিম, ঈমানসহ উপস্থিত উৎসুক জনতার অনেকেই বলেন, এলাকাটি গাঁজাখোর এবং ইয়াবা খোরের আখড়া। এ এলাকায় দিন রাত সবসময়ই গাঁজাখোর ও ইয়াবা খোরের আনাগোনা রয়েছে। সবাই বলেন, এদেরকে কেউ ডাক দিলে আরো বিপদ ঘনিয়ে আসে। দিন দিন এদের সংখ্যা অনেক বৃদ্ধি পাচ্ছে। এই এলাকায় প্রতিনিয়তই বিভিন্ন ধরনের অঘটন ঘটছে। প্রশাসনিকভাবে এখনই কোনো ব্যবস্থা না নিলে যে কোনো সময় এই এলাকায় বড়ো ধরনের দুর্ঘটনা ঘটে যাবে বলে সকলের আশঙ্কা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়