মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ২২:২৮

ট্রাকের আলোয় নির্মাণ সামগ্রীতে ধাক্কা খেয়ে সিএনজি চালকের মৃত্যু

কবির হোসেন মিজি।l
ট্রাকের আলোয় নির্মাণ সামগ্রীতে ধাক্কা খেয়ে  সিএনজি চালকের মৃত্যু

ট্রাকের হেডলাইটের তীব্র আলোয় দিকভ্রান্ত হয়ে সড়কের পাশে থাকা নির্মাণসামগ্রীর ওপর উঠে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারালেন এক সিএনজি অটোরিকশা চালক। নিহতের নাম বাপ্পি খান (৩৫)। তিনি চাঁদপুর সদর উপজেলার পূর্ব কল্যান্দী কামান্তার খান বাড়ির বাসিন্দা এবং রুহুল আমিন খানের ছেলে।

সোমবার (১৮ আগস্ট ২০২৫) রাত পোনে ৮টার দিকে বাবুরহাট-মতলব পেন্নাই সড়কের কালী ভাংতি দাস বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতের অন্ধকারে বাবুরহাট থেকে সিএনজি চালিয়ে নিজ বাড়ির দিকে ফিরছিলেন চালক বাপ্পি খান। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক হাইবিম হেডলাইট জ্বালিয়ে সামনে আসতে থাকে। সড়ক সরু হওয়ায় তিনি ট্রাকটিকে সাইড দিতে গেলে তার চোখ ঝলসে যায় এবং সঠিকভাবে রাস্তার অবস্থা বুঝতে পারেননি। ফলে তিনি সিএনজির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে রাখা নির্মাণাধীন ইটের স্তূপের ওপর উঠে যান। মুহূর্তেই সিএনজি অটোরিকশা উল্টে কয়েকবার পল্টি খেয়ে রাস্তার ওপর ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ছুটে গিয়ে ট্রাকটিকে আটক করেন। নিহতের সিএনজি চালিত অটোরিকশার নম্বর চাঁদপুর থ-১১-৫১৬৩। খবর পেয়ে চাঁদপুর মডেল থানার এসআই শাহাদাত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার ও আইনগত ব্যবস্থা গ্রহণ করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত বাপ্পি খানের সংসারে স্ত্রী, পাঁচ বছরের ছেলে আরাফাত এবং তিন বছরের কন্যা আফরিন রয়েছে। হঠাৎ এমন মৃত্যুতে পরিবারটি গভীর শোকে ভেঙ্গে পড়েছে।

স্থানীয়রা অভিযোগ করেন, সড়কের পাশে দীর্ঘদিন ধরে ইট ও বিভিন্ন নির্মাণসামগ্রী রাখা থাকলেও এ বিষয়ে প্রশাসনের কোনো তদারকি নেই। এতে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। সোমবার রাতে ঘটে যাওয়া প্রাণঘাতী দুর্ঘটনাটি তার বড় প্রমাণ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়