প্রকাশ : ১৬ মে ২০২৫, ২২:০২
রূপসা ইউনিয়নে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আলোচনা সভা ও মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ফরিদগঞ্জ উপজেলার ১৬নং রূপসা ইউনিয়নে বিএনপি ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ফরিদগঞ্জে বিএনপি পরিবারের সদস্য মোতাহের হোসেন পাটোয়ারীর হাতকে শক্তিশালী করার লক্ষ্যে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে মোতাহের হোসেন পাটোয়ারীকে নমিনেশন দেয়ার দাবি তুলে এক আলোচনা সভা ও মিছিলের আয়োজন করা হয়েছে।
|আরো খবর
শুক্রবার (১৬ মে ২০২৫) গৃদকালিন্দিয়া বাজারের বিএনপি অফিসে আয়োজিত এ আলোচনা সভায় ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মাহফুজুর রহমানের পরিচালনায় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সভার প্রধান পৃষ্ঠপোষক মামুনুর রশিদ, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আরিফ হোসেনসহ অনেকে।
সভায় উপস্থিত ছিলেন যুবদলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল হোসেন, খিজির হোসেন, এমরান হোসেন, আজাদ হোসেন, সজিব, রহিম, রবিউল, সাইফুল হোসেন, লিটন বেপারী, অভি কাজী, টিটু, সুফল, জাহিদ, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আল-আমিন পাটোয়ারী, সদস্য শামীম হোসেন, ফাহিমসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মী। সভাশেষে সকলের উপস্থিতিতে গৃদকালিন্দিয়া বাজারে বিশাল মিছিলের আয়োজন করা হয়।