বুধবার, ১৪ মে, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ১৩ মে ২০২৫, ২৩:০৪

মতলব উত্তরে বিএনপির সাবেক সভাপতি আতিক উল্লাহ সরকারের স্মরণ সভা ও দোয়া মাহফিল

মাহবুব আলম লাভলু ॥
মতলব উত্তরে বিএনপির সাবেক সভাপতি আতিক উল্লাহ সরকারের স্মরণ সভা ও দোয়া মাহফিল
মতলব উত্তরে বিএনপির সাবেক সভাপতি আতিক উল্লাহ সরকারের স্মরণ সভায় বক্তব্য রাখছেন অধ্যাপক ডা. শামীম আহমেদ।

অবিভক্ত মতলব উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম আতিক উল্লাহ সরকারের মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৩ মে ২০২৫) বিকেলে মতলব উত্তর উপজেলার আমিনপুর গ্রামে আতিক উল্লাহ সরকারের নিজ বাড়িতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মতলব উত্তর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বশির আহমাদ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল হক জিতুর পরিচালনায় স্মরণ সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন পিজি হাসপাতালের মেডিসিন অনুষদের ডীন এবং মেডিসিন ও রিউমাটোলজী বিশেষজ্ঞ অধ্যাপক ডা. শামীম আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার ওবায়েদুর রহমান টিপু, হাসানপুর শহীদ নজরুল সরকারী ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ জাকির হোসেন জামাল, চাঁদপুর জেলা বিএনপির সহ-সম্পাদক মোল্লা মো. জাকির হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল গনি তপাদার, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম তোফাজ্জল হোসেন লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহজালাল প্রধান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল গনি তপাদার, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ টিপু, উপজেলা যুবদলের আহ্বায়ক রাসেদ হাসান টিপুসহ উপজেলা, পৌরসভা, বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াদ করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল গনি তপাদার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়