প্রকাশ : ১২ মে ২০২৫, ২০:০৭
চাঁদপুর আউটার স্টেডিয়ামের ঈদ জামাত কমিটির প্রস্তুতি সভা

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে চাঁদপুর আউটার স্টেডিয়াম ঈদ জামাত কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
ঈদ জামাত কমিটির সভাপতি অ্যাড. সেলিম আকবরের সভাপতিত্বে ও জিপি অ্যাড. এজেডএম রফিকুল হাসান রিপনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কমিটির উপদেষ্টা আ. রশিদ সর্দার, সহ-সভাপতি আ. রশিদ মাস্টার, ভিপি জিপি অ্যাড. আক্তার হোসেন সরকার, অ্যাড. গোলাম মোস্তফা, গোলাম মর্তুজা আপেল চৌধুরী, মাওলানা জসিমউদদীন, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মিজান লিটন, প্রচার সম্পাদক মো. শরীফ সরকার প্রমুখ।
সভায় সভাপতির বক্তব্যে অ্যাড. সেলিম আকবর বলেন, আবহওয়া অনুকূলে থাকলে প্রতিবছরের ন্যায় এবারও আমরা শান্তিপূর্ণভাবে পবিত্র ঈদুল আজহার নামাজ জামাতের সাথে চাঁদপুর আউটার স্টেডিয়ামে আদায় করবো ইনশাআল্লাহ।
নামাজের সময় যথাসময়ে জানিয়ে দেয়া হবে। ঈদের জামাত নিরাপত্তা বাহিনী দ্বারা নিয়ন্ত্রিত থাকবে।