প্রকাশ : ০৯ মে ২০২৫, ১২:৫৫
ব্যাংকার ইসমাইল হোসেনের মৃত্যুতে চাঁদপুর জেলা জামায়াতের শোক

ফরদগঞ্জ ইসলামী ব্যাংক শাখার ইনভেস্টমেন্ট অফিসার, জামায়াতে ইসলামীর সক্রিয় কর্মী ও চাঁদপুর উন্নয়ন সংস্থার সদস্য ইসমাইল হোসেনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার আমির মাওলানা বিল্লাল হোসাইন ও সেক্রেটারী অ্যাডভোকেট মো. শাহজাহান।
যুক্ত শোক বাণীতে তাঁরা বলেন, তিনি পেশাগত জীবনে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোয়া করছি , তিনি তাঁর জীবনের গুনাহসমূহ মাফ করে দিন, তাঁর নেক আমলসমূহ কবুল করুন । পরকালে জান্নাতের উচ্চ মর্যাদা দান করুন। আমরা তাঁর শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাই ৷ আল্লাহতায়ালা তাদের শোক সহ্য করার তওফিক দান করুন, আমিন ।