সোমবার, ০৫ মে, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৪ মে ২০২৫, ১৬:০৮

মতলব উত্তরে জব্দকৃত ৭টি জেলে নৌকা নিলামে বিক্রি

মতলব উত্তরে জব্দকৃত ৭টি জেলে নৌকা নিলামে বিক্রি
মাহবুব আলম লাভলু

মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর অভয়াশ্রমে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার দায়ে জব্দকৃত ৭টি জেলে নৌকা উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়েছে। রোববার (৪ মে ২০২৫) সকাল ১০টা থেকে মোহনপুরে উন্মুক্ত নিলাম কার্যক্রম পরিচালিত হয়। নৌকাগুলো বিক্রি হয় ৭৩ হাজার ৭০০ টাকা (ভ্যাট আয়কর সহ মোট ৮১ হাজার ৪৪০ টাকা)। এ তথ্য নিশ্চিত করেছেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস।

এর আগে উপজেলা টাস্কফোর্স কমিটি প্রধান ও উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি জেলে নৌকা বিক্রির জন্যে একটি কমিটি গঠন করেন। সেখানে আহ্বায়ক সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, সদস্য সচিব সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস, সদস্য উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র, মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলী ও বাংলাদেশ কোস্টগার্ডের মোহনপুর আউটপোস্ট কন্টিনজেন্ট কমান্ডার আব্দুল কাইয়ুম।

সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা উন্মুক্ত নিলাম কার্যক্রম পরিচালনা করেন। এ সময় সদস্য সচিবসহ কমিটির অন্যান্য সদস্য, জেলে ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মার্চ-এপ্রিল দু মাস জাটকাসহ অন্যান্য মাছ ধরা নিষিদ্ধ করা হয়। সেটি অমান্য করে জেলেরা এ নৌকাগুলো ব্যবহার করে মাছ ধরায় নৌকাগুলো জব্দ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়