শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ১০:১৯

আজ খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী

দোয়া মাহফিলের আয়োজন বিএনপির

স্টাফ রিপোর্টার।।
দোয়া মাহফিলের আয়োজন বিএনপির

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী আজ।

এ উপলক্ষে আজ শুক্রবার (১৫ আগস্ট ২০২৫) চাঁদপুরসহ সারাদেশে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষারিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এছাড়া বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার (১৫ আগস্ট) মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে যুবদল ও ছাত্রদল। গণমাধ্যমে পাঠানো পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কর্মসূচির ঘোষণা দেয়া হয়েছে।

শুক্রবার ঢাকার নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় সকাল ১১টায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বিএনপি'র সিনিয়র নেতারাও উপস্থিত থাকবেন।

রুহুল কবির রিজভী বলেন, ঢাকাসহ দেশের সকল জেলা ও উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করার জন্যে আহ্বান জানানো হয়েছে।

মাহফিলগুলোতে দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হবে।

এদিকে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে বাদ আসর দোয়া ও মিলাদ মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নেতা শেখ ফরিদ আহমেদ মানিক অনুষ্ঠানে উপস্থিত থাকছেন। উক্ত কর্মসূচিতে দলের সর্বস্তরে নেতাকর্মীকে যথাসময়ে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্যে অনুরোধ জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লা সেলিম।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়