মঙ্গলবার, ০৬ মে, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৯ মার্চ ২০২৫, ১৬:৫৪

ধানুয়ায় বসতঘরে আগুন, নিঃস্ব হয়ে গেছে একটি পরিবার

ভ্রাম্যমাণ প্রতিনিধি
ধানুয়ায় বসতঘরে আগুন, নিঃস্ব  হয়ে গেছে একটি পরিবার

ফরিদগঞ্জ উপজেলায় অজ্ঞাত আগুনে একটি হতদরিদ্র পরিবারের বসতঘর ও রান্নাঘরে আগুন লেগে ঘরের যাবতীয় সামগ্রী সব পুড়ে গেছে। এই ঘটনায় প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের।

জানা যায়, শনিবার ইফতারের পরে উপজেলার ৯ নং গোবিন্দপুর ইউনিয়নের মধ্য ধানুয়া গ্রামের বরকন্দাজ বাড়িতে এই ঘটনা ঘটে। পরে স্থানীয় এলাকাবাসী ও ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনাস্থলে গিয়ে জানা যায়, ক্ষতিগ্রস্ত শাহজাহান খান একজন ভ্যান চালক। তিনি ঢাকায় থাকেন। তার ৪ সন্তান ও স্ত্রী সেলিনা বেগম বাড়িতেই থাকতেন। অভাবের সংসার, বিভিন্ন দিক থেকে খুঁজে এনে কোনো রকমে সংসার চলে। ঘটনার দিন সেলিনা তার ছেলেমেয়েদের নিয়ে পার্শ্ববর্তী এলাকায় তার বাপের বাড়িতে যান। ইফতারের পর খবর পান তার ঘরে আগুন লেগেছে। ততক্ষণে তিনি বাড়িতে এসে দেখেন, আগুনে পুড়ে তার সব শেষ হয়ে গেছে। এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

সেলিনা বেগম বলেন, তার চারটি সন্তান নিয়ে অভাবের সংসার। এখন আবার এতো বড়ো ক্ষতি হয়ে তার সব শেষ হয়ে গেলো। তিনি বলেন, তার ঘরে কোনো বিদ্যুৎ ছিলো না এবং আগুন লাগার কোনো সম্ভাবনাই ছিলো না। তার ধারণা, অন্য কেউ হয়তো তার ঘরে আগুন লাগিয়ে দিয়েছে। তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।

এলাকার বাবুল শেখ নামের একজন বলেন, পরিবারটি একেবারেই অসহায়। আগুন লাগার মতো ঘরে কিছুই ছিলো না, কে বা কারা হয়তো ঘরটিতে আগুন লাগিয়ে দিয়েছে। তিনি এ অসহায় পরিবারটির প্রতি সকলের সহযোগিতা কামনা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়