বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ০৯:২৪

ওয়াশিংটনে তানিয়া আহমেদের সাথে কিছুক্ষণ

ড. আব্দুস সাত্তার
ওয়াশিংটনে তানিয়া আহমেদের সাথে কিছুক্ষণ

মানুষের জীবন সত্যিই বিচিত্র। জীবনের পথে কার সাথে কখন দেখা হবে, কার সাথে কথা হবে, তা কেউ জানে না। জীবন একটি অপ্রত্যাশিত যাত্রা, যেখানে প্রতিটি মুহূর্ত নতুন কিছু নিয়ে আসে। জীবনে চলার পথে আমরা বিভিন্ন মানুষের সংস্পর্শে আসি, কারো সাথে গভীর সম্পর্ক গড়ে উঠে, আবার কারো সাথে হয়তো অল্প সময়ের জন্যে দেখা হয়। কার সাথে কখন কীভাবে দেখা হবে, তা আগে থেকে বলা যায় না। এই অপ্রত্যাশিততাই জীবনের সৌন্দর্য এবং বৈচিত্র্য।

আজ অপ্রত্যাশিতভাবে দেখা হয়ে গেলো আমার পছন্দের একজন মানুষের সাথে। আপনারা সবাই তাকে চিনেন। তিনি হলেন একজন বাংলাদেশী মডেল, অভিনেত্রী, পরিচালক ও উপস্থাপিকা তানিয়া আহমেদ। তিনি এসেছিলেন মেট্রো ওয়াশিংটনের পরিচিত মুখ কবির ও পারভিন পাটোয়ারির ছোট ছেলের মেহেদি অনুষ্ঠানে। অনেকক্ষণ কথা বলার পর একটি ছবি তোলা আর এখন তাকে নিয়ে কিছু লেখা না লিখলেই নয়।

তানিয়া ১৯৯১ সালে মডেলিং দিয়ে মিডিয়া বিনোদন জগতে প্রবেশ করেন। তারপর ১৯৯২ সালে ‘সম্পর্ক’ নাটক দিয়ে তার টেলিভিশন পর্দায় অভিষেক শুরু। অগণিত নাটক করেছেন। এর সাথে তানিয়া ১৯৯৯ সালে গানের ভিডিও পরিচালনা শুরু করেন। তারপর এই শিল্পী ২০০৪ সালে হুমায়ূন আহমেদ পরিচালিত ‘শ্যামল ছায়া’ চলচ্চিত্র দিয়ে তার বড়ো পর্দায় কাজ শুরু করেন। শুধু তাই নয়, তিনি টিভিতে নাটক পরিচালনা শুরু করেন ২০০৮ সালে এবং চলচ্চিত্র পরিচালনা শুরু করেন ২০১৪ সালে। তাঁর এই ক্ষুদ্র জীবনে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র এবং বাচসাস পুরস্কার। আর অগণিত মিডিয়া সম্মাননায় মনোনীত হয়েছেন। বর্তমানে তিনি মায়ামি, ফ্লোরিডা আমেরিকাতে ২ ছেলেকে নিয়ে বসবাস করছেন এবং ব্যস্ত সময় কাটাচ্ছেন নিজের ডিজাইন এবং মডেলিং নিয়ে।

জীবন একটি নদীর মতো, যা সবসময় বয়ে চলে এবং পথে অনেক বাঁক নেয়। এই যাত্রাপথে আমরা অনেক মানুষের সাথে পরিচিত হই, কারো কাছ থেকে কিছু শিখি, আবার কেউ আমাদের জীবন থেকে হারিয়ে যায়। তারপরও আমি তুমি আমরা সবাই সামনের দিকে এগিয়ে যাই। তানিয়া আপনার সাথে কথা বলে ভালো লাগলো। সত্যি আপনি একজন ভালো মনের মানুষ। আপনার অনাগত উজ্জ্বল দিন কামনায়

ড. আব্দুস সাত্তার : লেখক ও সাংবাদিক, ওয়াশিংটন ডিসি,

০৮/১৫/২৫।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়