শনিবার, ০৩ মে, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৮ মার্চ ২০২৫, ১৬:৫৫

আমাদের বাধা ডিঙ্গিয়েই এগিয়ে চলতে হবে

আন্তর্জাতিক নারী দিবসে ইউএনও সুলতানা রাজিয়া

আন্তর্জাতিক নারী দিবসে ইউএনও সুলতানা রাজিয়া
ফরিদগঞ্জ ব্যুরো

অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়নকে প্রতিপাদ্য ধরে আন্তর্জাতিক নারী দিবসে ফরিদগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের আয়োজনে শনিবার (৮ মার্চ ২০২৫) উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়ার সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসান, ওসি (তদন্ত) রাজীব চক্রবর্তী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমেনা আক্তার, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, ফরিদগঞ্জ আবিদুর রেজা মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাছিনা আক্তার, উদ্যোক্তা পারুল বেগম ও স্বপ্ন প্রকল্পের হারুনুর রশিদ।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া তাঁর বক্তব্যে বলেন, নারীরা আজ অনেকখানি এগিয়ে গেছে। বৈশ্বিক সূচকে আমরা খোদ আমেরিকা থেকে ভাল অবস্থানে রয়েছি। কিন্তু এখনো আমাদের দেশের সমাজ ব্যবস্থায় অনেক অসামঞ্জস্যতা রয়ে গেছে। এসব অবস্থা পেরিয়ে আসতে হলে নারীদের নিজেদেরই ভূমিকা রাখতে হবে। বিশেষ করে যারা এখনো ঘরেই সংসার পরিচালনা করে জীবন কাটাচ্ছেন , তারা ভাববেন না আপনার কোনো অবদান নেই। বরং আপনাদের অবদান অনেক বেশি। আমাদের মনে রাখতে হবে, আমাদের বাধা ডিঙ্গিয়েই এগিয়ে চলতে হবে। আমরা এমন এক সমাজ চাই, যেখানে নারী ও পুরুষের মধ্যে কোনো বৈষম্য থাকবে না। রাষ্ট্র ও সমাজ ব্যবস্থায় আমরা প্রত্যেকে যার যার অবস্থান থেকে এই জাতিকে কিছু দিয়ে যেতে চাই। আমাদেরকে নিজেদের মূল্যায়ন নিজেদের থেকেই করতে হবে। একে অন্যকে এগিয়ে নিতে সহায়তা করতে হবে। আমাদের মনে রাখতে হবে, আজকের বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নের জন্যে নারীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়