প্রকাশ : ০৭ মার্চ ২০২৫, ২০:৪১
মতলব উত্তরে এসএসসি ব্যাচ ২০০৪-এর গ্র্যান্ড ইফতার পার্টি

মতলব উত্তর উপজেলার এসএসসি ব্যাচ ২০০৪-এর গ্র্যান্ড ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ মার্চ ২০২৫) মোহনপুর লঞ্চঘাট সংলগ্ন ইয়াম্মি প্যারাডাইস রেস্টুরেন্টে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মতলব উত্তরের ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১৫০ জন এসএসসি ব্যাচ ২০০৪-এর বন্ধুর অংশগ্রহণে এ ইফতার মাহফিল সম্পন্ন হয়। সকলে প্রাণের টানে এসেছে শুধু এই ইফতার পার্টিতে অংশ নিতে, সবার সাথে দেখা করার জন্যে।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এ সময় ২০০৪ ব্যাচের বন্ধু মুছার ছেলের রোগমুক্তি কামনা ও মতলব উত্তরের যে সকল বন্ধু প্রয়াত হয়েছে, তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।