শুক্রবার, ০৯ মে, ২০২৫  |   ৩৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ২২:০৩

কচুয়ায় অগ্নিকাণ্ডে দুটি ঘর পুড়ে ক্ষয়ক্ষতি কোটি টাকার

কচুয়ায় অগ্নিকাণ্ডে দুটি ঘর পুড়ে  ক্ষয়ক্ষতি কোটি টাকার
অনলাইন ডেস্ক

কচুয়ায় অগ্নিকাণ্ডে ২টি ঘর পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি ২০২৫) দুপুরে পৌরসভার সরকারি পাইলট স্কুলের সম্মুখে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, দুপুর ২টার সময় করইশ গ্রামের কাউছার আহমেদ খোকন গংয়ের হার্ডওয়্যারের মালামালের গোডাউনে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে কচুয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীগণ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় স্থানীয় জনগণ আগুন নেভাতে সহযোগিতা করে। আগুনে ৮টি কক্ষে থাকা এলোমুনিয়াম, প্লাস্টিক নেট, ঢেউটিন, ২টি কম্পিউটার ও মূল্যবান কাগজপত্র সব পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা বলে তিনি দাবি করেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার অফিসার মাহতাব মণ্ডল জানান, গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়