মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫  |   ৩৩ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫, ২৩:৩৮

শিক্ষক নাসির উদ্দিনকে সংবর্ধিত করলো চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাব

নুরুল ইসলাম ফরহাদ
শিক্ষক নাসির উদ্দিনকে সংবর্ধিত করলো চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাব

ইনোভেশন শোকেসিং ২০২৪-এ চাঁদপুর জেলার ৮টি উপজেলার সাথে প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন ফরিদগঞ্জ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. নাছির উদ্দিন খান। এ প্রতিযোগিতায় তিনি বিভাগীয় পর্যায়েও অংশগ্রহণ করেন। তার ইনোভেশন আইডিয়া ছিলো ‘বিদ্যালয়ের পরিবেশ উন্নয়ন, সংরক্ষণ ও পাঠদানে পরিবেশ বন্ধু’। তাঁর এই কৃতিত্বের জন্যে চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাব তাঁকে সংবর্ধিত করে।

গত শনিবার (১৮ জানুয়ারি ২০২৫) ক্লাবের ৩৫তম অভিষেক অনুষ্ঠানে চাঁদপুর ক্লাবে উক্ত সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে গৃদকালিন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নাছির উদ্দিনকে উত্তরীয় পরিয়ে দেন রোটারীর কান্ট্রি কো-অর্ডিনেটর পিজিডি ড. ইশতিয়াক এ জামান। এরপরই সম্মাননা স্মারক ও কৃতিত্বের সনদপত্র প্রদান করা হয়।

মো. নাছির উদ্দিন খান ২০১৮ সালের ৪ অক্টোবর চাকুরিতে যোগদান করেন। বর্তমানে তিনি ১৬নং রূপসা দক্ষিণ ইউনিয়নের গৃদকালিন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত রয়েছেন। তাঁর মূল বাড়ি ১নং বালিথুবা পশ্চিম ইউনিয়নের খাঁড়খাদিয়া গ্রামে। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৪-এ ফরিদগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হন তিনি। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন, উপজেলা শিক্ষা অফিসার ও সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয়গণের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ ধন্যবাদ জানান চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের প্রেসিডেন্ট রোটা. ডা. ইফতেখার আলম ও ক্লাব সংশ্লিষ্ট সকলের প্রতি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়