বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৮ মে ২০২৪, ০৯:৫৫

সড়কে ঝড়লো তরুণ সংবাদকর্মীর প্রাণ

কামরুজ্জামান টুটুল
সড়কে ঝড়লো তরুণ সংবাদকর্মীর প্রাণ

দিন শেষে চলেই গেলেন তরুণ সংবাদকর্মী কামরুল হাসান (২০)। সড়ক দুর্ঘটনার কয়েক ঘন্টা পর চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরন করেন তিনি। কামরুল চাঁদপুরের হাজীগঞ্জের অনলাইন নিউজ পোর্টাল ‘আরকে নিউজ ৭১’ কর্মরত ছিলেন। পারিবারিক অস্বচ্ছলতার কারণে তিনি চাঁদপুর সরকারি কলেজে অনার্সে পড়ালেখার পাশাপাশি একটি কুরিয়ার সার্ভিসে কাজ করতেন। মুলত কুরিয়ারের পার্সেল নিয়ে যাওয়ার পথেই দুর্ঘটনার শিকার হন তিনি। দুর্ঘটনায় তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানর গুরুতর আহন হন। ওইদিন রাতেই তার ব্রেইনের অপারেশন করে নিবিড় পর্যবেক্ষন রাখেন চিকিৎসকরা। পরের দিন সোমবার (২৭ মে) সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কামরুল হাসান। একই দিন সন্ধ্যার পর জানাজা শেষে কুমিল্লার গ্রামের বাড়িত দাফন করা হবে।

নিহতের পারিবারিক সূত্র জানায়, গতকাল রোববার ২৬ মে বিকালে কুরিয়ারের পার্সেল নিয়ে জেলার কচুয়াতে যাওয়ার পথে শাহরাস্তি উপজেলার কালিয়াপাড়া-কচুয়া সড়কের রহিমানগর এলাকায় মোটরসাইকেল ও সিএনজিচালিত স্কুটারের সংর্ঘষে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা ও পরে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয় তাকে। তিনি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার উনকোট গ্রামের মো. আব্দুল কাদের সওদাগরের ছেলে বড় ছেলে। জম্মসূত্রে সে তার পরিবারের সাথে হাজীগঞ্জে বসবাস করতেন ও চাঁদপুর সরকারি কলেজে অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। পরিবারে তার বাবা, মা, বড় বোন ও ছোট ভাই রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়