প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩৬
বড়লেখায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ১১

মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ ১১জন গ্রেপ্তার হয়েছে।
|আরো খবর
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫) গভীর রাত থেকে ভোর পর্যন্ত বড়লেখা থানা পুলিশের পৃথক টিম অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে ১১ আসামিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে গোপালপুর গ্রামের কাউছার আহমদ (জিআর-৮৮/১৯) ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত। এছাড়াও পরোয়ানাভুক্ত সড়ৎপুর গ্রামের রুবেল আহমদ (সিআর-৩৩৪/২৪), সমনবাগ চা বাগানের সুশীল ভুমিজ (জিআর-৫৮/২১), কাশেমনগরের মোছা. জানু বেগম (সিআর-৩৬৫/২৫), কেছরীগুলের হাওয়ারুন নেছা (জিআর-১৮/২০২৫), বাঘাটিলার পিয়ারা বেগম (ননজিআর-৮২/২৪) ও জাহানারা বেগম (সিআর-৫৫১/২৪)।
এদের বাইরে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় রুমন আহমদ, রুবেল আহমদ ও কামিল আহমদ এবং পুলিশ আইন ৩৪ ধারায় উত্তর মুছেগুল গ্রামের ফখর উদ্দিনকে গ্রেফতার করা হয়।বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।