বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৫ মে ২০২৪, ১৯:৪৫

চাঁদপুর লঞ্চঘাট সংলগ্ন টিলাবাড়ি জেলে গ্রামে নৌথানার জমি প্রস্তাবের প্রতিবাদে

মানববন্ধব ও জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি

অনলাইন ডেস্ক
মানববন্ধব ও জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি

চাঁদপুর শহর রক্ষা বাঁধের ঝ্ুঁকিপূর্ণ স্থানে অবস্থিত মৎস্য অধিদপ্তরের জেলেপাড়া প্রকল্পভুক্ত ঘনবসতিপূর্ণ লঞ্চঘাট সংলগ্ন টিলাবাড়ি জেলে গ্রামে নৌথানা ভবন নির্মাণে জমির প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন ও জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। ৫ মে সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এলাকাবাসী মানববন্ধন করে। মানববন্ধব শেষে জেলা প্রশাসক কামরুল হাসানকে এলাকাবাসীর পক্ষে স্মারকলিপি প্রদান করেন চাঁদপুর জেলা মৎস্যজীবী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ আলম মল্লিক। এ সময় সাথে ছিলেন অ্যাডঃ ইমরান খান শোয়েব, জেলা মৎস্যজীবী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ মিজি, পৌর মৎস্যজীবী লীগের সহ-সভাপতি মোখলেছ মল্লিক, যুগ্ম সাধারণ ছামেদ ঢালী, মৎস্যজীবী লীগ নেতা জমির রাড়ী, মোতালেব দেওয়ান প্রমুখ। মানববন্ধবে টিলাবাড়ি জেলে গ্রামের ভূমিহীন জেলে পরিবারের বিপুল সংখক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়