বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৪, ২০:৩১

পুরাণবাজার ডাকাতিয়া নদীতে পড়ে ৫ বছরের শিশু নিঁখোজ

পুরাণবাজার ডাকাতিয়া নদীতে পড়ে ৫ বছরের শিশু নিঁখোজ
স্টাফ রিপোর্টার

চাঁদপুর শহরের ডাকাতিয়া নদীতে পড়ে জুনায়েদ নামের পাঁচ বছর বয়সী এক শিশু নিঁখোজ রয়েছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে পুরাণবাজার ব্রিজের নিচে ডিগ্রি কলেজের পিছনে নদীর পাড় এ ঘটনা ঘটে। খবর পেয়ে চাঁদপুর নৌ ফায়ার সার্ভিস ডুবরি দল দুর্ঘনাস্থল উপস্থিত হয় এবং শিশুটির মরদেহ উদ্ধারে কাজ শুরু করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটিকে পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, ব্রিজের নিচে পুরাতন পাট গুদাম গুলোতে অনেকগুলো পরিবার বসবাস করছে। সেই সুবাদে এলাকার লোকজন ডাকাতিয়া নদীতে গোসল করে থাকে। বাবা মা বা প্রতিবেশীদের আগোছরে পাঁচ বছরের জুনায়েদ খেলা করতে করতে নদীর পাড় চলে যায় এবং পানিতে নেমে পড়ে আর উঠতে পারি সে তলিয়ে যায়। শিশুদের ওই এলাকার জনৈকের নাছিরের ছেলে। নদীতে পড়ে গিয়ে নিখোঁজ ছেলেটির উদ্ধারে ডুবুরিদের তৎপরতা দেখার জন্য সেখানে অসংখ্য মানুষের ভিড় লক্ষ্য করা গেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়