বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৩, ০১:১১

চাঁদপুর লঞ্চঘাটে গোসল করতে গিয়ে বৃদ্ধ নিখোঁজ

স্টাফ রিপোর্টার
চাঁদপুর লঞ্চঘাটে গোসল করতে গিয়ে বৃদ্ধ নিখোঁজ

চাঁদপুর লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীতে গোসল করতে নেমে আঃ রাজ্জাক (৬৫) নামে এক বৃদ্ধ নিঁখোজ হয়েছেন।

শুক্রবার (২৪ নভেম্বর) বেলা ১১টার সময় এ ঘটনা ঘটে।

আঃ রাজ্জাক জামতলা এলাকার বাসিন্দা। স্থানীয় একটি মাদরাসায় থাকতেন তিনি।

স্থানীয়রা জানান, রাজ্জাক মিয়া লঞ্চঘাট এলাকায় সবসময় গোসল করেন।

কিন্তু অনেক সময় পার হওয়ার পর বাড়িতে ফিরে না আসায় স্বজনরা তাকে খুঁজতে লঞ্চঘাট নদীর পাড় এসে দেখেন তার লুঙ্গি -গামছা পড়ে আছে।

স্বজন ও স্থানীয়দের ধারণা, গোসল করতে নেমে তিনি নদীতে তলিয়ে গেছেন।

চাঁদপুর সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে,চাঁদপুর নৌ ফায়ার সার্ভিস সূত্র জানায় শুক্রবার ৯৯৯ এ কল পেয়ে তাদের ডুবুরি দল বিকাল পর্যন্ত ওই বৃদ্ধকে উদ্ধারে নদীতে চেষ্টা চালিয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত নিঁখোজ আঃ রাজ্জাক মিয়াকে পাওয়া যায়নি।

খবর পেয়ে চাঁদপুর কোস্টগার্ডের একটি টীমও সেখানে উদ্ধার তৎপরতায় যোগ দেয়।

আজ শনিবারও ডুবুরি দল বৃদ্ধকে খোঁজ করতে আবারো নদীতে নামবে বলে নৌ ফায়ার সার্ভিসের স্থানীয় এক কর্মকর্তা জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়