শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩, ১৯:১৩

মতলব উত্তরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা

মতলব উত্তরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা
বাবুল মুফ্তি

২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের পতিপাদ্য বিষয় ছিল আইন মেনে সড়ক চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি।

নিরাপদ সড়ক চাই করনীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দেন- মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

বিশেষ অতিথির বক্তব্যে দেন- উপজেলা প্রকৌশলী মনির হোশেন, অফিসার ইনচার্জ তদন্ত ছানোয়ার হোসেন, ওয়্যারহাউজ ইন্সপেক্টর জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নূরুল আমিন বোরহান।

জেলা পরিষদের সদস্য ও নিরাপদ সড়ক চাই মতলব উত্তর উপজেলা শাখার সহ-সভাপতি সম্পাদক আলাউদ্দিন সরকারের সভাপতিত্বে ও নিরাপদ সড়ক চাই মতলব উত্তর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মামুনুর রশীদের সঞ্চালনায় আরো বক্তব্য দেন- নিরাপদ সড়ক চাই মতলব উত্তর উপজেলা শাখার সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর বোরহান উদ্দিন প্রধান।

পরে নিরাপদ সড়ক চাই মতলব উত্তর উপজেলা শাখার সদস্যগন বিভিন্ন জন প্রতিনিধি নির্বাচিত হওয়ায় তাদের সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়